![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
হৃদয়ের ফেরিওয়ালা যদি থেকে যেতো
বাড়ি বাড়ি ডেকে যেতো লাগবে হৃ-দ---য়,
সোঁদা মাটির গন্ধ ভরা পাললিক মন
লাগবে ঘন কুয়াসায় ঘেমে যাওয়া রাতের কুসুম?
জ্যোৎস্না কিরণে ঝিকি মিক কল্পনার মায়া
লাগবে ঘন নিঃশ্বাস,
খিল খিল হাসি
কিনে নাও সুচন্দন বর্ষাছাতা বিকেল
হাতের পিঠে হাত রাখার দামে
-
ড্রাফট ১.০
২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভাললাগা।
+++
৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি যদি এমন হত মনের ফেরি হত দরজায় দরজায় বেছে নেয়া যেত নিজের পছন্দ মতো কোন এক মন। তারপর তাকে ইচ্ছে মতো ভালোবাসা যেতো।
চমৎকার কবিতার থিম ++++ রইল।
৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০
আরজু পনি বলেছেন:
ডাকটা দারুন হতো শুনতে নিশ্চয়ই ।।
৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর কবিতা ! ভালো লাগা!
৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুটা আলাদা হইছে
৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
বোকামন বলেছেন:
বাহ্ !! খুব সুন্দর ....। [৫+]
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮
সায়েম মুন বলেছেন: সুন্দর। সুখমাখা কবিতা।