![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
সারাবছর সুতোর মেয়েরা যে উপার্জন করে
হরতাল, ভাঙচুর করে তা রাজনীতি খায় আমের আঁশের মত চুষে
চিনিকলে যা আয় হবে পুলিশী অশ্রু-উপাদান কিনে নেবে তাকে
যে শস্য জন্মায় কৃষকের ঘামে
রাজসিক বাড়ি, শুল্কহীন চার চাকায় সুতেল শরীর খাবে এসির আরাম।
বিদেশে শ্রমিকেরা মরুভুমিতে পুড়ে যায়,
রাষ্ট্রের হৃদপিন্ড তাতে চলে এবং সেই অর্থানুকুল্যে প্রতিদিন অশ্লীল সাংসদ বাজার বসে
সারা বছর ধরে যা কিছু জমায় স্বাক্ষরে টেন্ডারে তার লুটপাট হয়
কইয়ের তেলে কই ভাজা হয়, সাপ লেজ গিলে খায়, মানুষের পয়সায় মানুষেরই ভোট কেনা হয়
চাকা নেই তাই টাকা নেই, পথঘাটের কংক্রিটের চামড়া উঠে গেল,
ব্যাঙ্ক মহোদয় ডাকাতের পিছনে নিজেই হাটে।
কালো টাকা পাখির বাসা বাঁধে সুবিধার হাতে
অথচ একই নগরীতে মেয়েগুলো নেমে এলো পথে মাঝ রাতে
রাজনীতি ঠিক নেই, সব প্ল্যানের কাগজ লোভাতুর নীতিহীনদের হাতে
রাজনীিত না জানলে, রাজার আসনে অযোগ্য লোকেরা বসে থাকলে
আমরা শুধু বিষাদের গদ্য পেয়ে যাবো,
চোখ বন্ধ করে ডাস্টবিনের টোকাই ছেলেটিকে না দেখে,
ধন্য ধান্য পুষ্পময় দেশপ্রেমের কবিতা লেখাই সার
-
ড্রাফট ১.০
২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।বাস্তবতা পদ্য হলো ......ভাল লাগলো ।
৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগল...
সময় সচেতনতা...
আসলেই রাজনীতি ঠিক না হলে কবিতা লেখাই সার...
কি কাকতালীয় ব্যপার দেখেন আজ আমি আপনি দুজনই রাজনীতি নিয়ে লেখলাম...!
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
সর্বনাশা বলেছেন:
+
"রাজনীতি, দোয়েলের স্বর ..."
সব আজ নষ্টদের অধিকারে।
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২০
আমি ময়ূরাক্ষী বলেছেন: দেশের কবিতার প্রকৃত চিত্র।
৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭
বোকামন বলেছেন:
আমরা শুধু বিষাদের গদ্য পেয়ে যাবো .......।
৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: তাই লিখি, লিখুন! আর কী...
৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২১
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত !
রাজনীতি না জানলে, রাজার আসনে অযোগ্য লোকেরা বসে থাকলে
আমরা শুধু বিষাদের গদ্য পেয়ে যাবো ...
৯| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
সায়েম মুন বলেছেন: বাস্তব প্রেক্ষাপট সুন্দর করে কবিতায় ধরা দিলো।
১০| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
ইখতামিন বলেছেন: কবিতায় ভালো লাগা রইল
১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
সোমহেপি বলেছেন: কবিতা তাহলে অপরাজনীতির ফসল?
অপরাজনীতি বন্ধ হলে কবিতা কি বন্ধ হয়ে যাবে?
তবে তাই হোক।
১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
রোমেন রুমি বলেছেন: সোমহেপি বলেছেন: কবিতা তাহলে অপরাজনীতির ফসল?
অপরাজনীতি বন্ধ হলে কবিতা কি বন্ধ হয়ে যাবে?
তবে তাই হোক
ভাল লাগল ।
১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১
নস্টালজিক বলেছেন: কবিতা লেখা সার!
১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১
নস্টালজিক বলেছেন: কবিতা লেখা সার!
১৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩২
সমুদ্র কন্যা বলেছেন: রাজার নীতি নয়, চালু হওয়া উচিত জননীতি। জনগণের জন্য কাজ করবে যে নীতি। আর তা নইলে কবিতা লেখাই সার হবে আসলে!
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বাস্তব কথাগুলো কবিতার ভাষায় ++++++ রইল