![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
তুমি তাকে তবুও ভালবেসে যাবে
তুমি তার পথ ধরে যাবে
অনেক রাত্রিতে জাগরণের সংলাপ, অনেক দিন অনেক বার
অভিমানের পর, বেঁচে রইবে সুখহীন কিছু আড়াল করা ক্ষত
নেই তার ক্ষমতা, বোঝে না জল ও দুধের তফাৎ,
পাথরের মত অবজ্ঞায়, পাহাড়ের মত সুস্থির পর্বত, কি আসে যায় তাতে
তুমি তাকে ভালবেসে কাছে টানো মৌনতাকে
ড্রাফট ১.০
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সায়েম মুন বলেছেন: এটাই সত্যি!