নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

লাইন ভাঙছি

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭





কাচের বাসন ছুঁড়ে ফেললে নিচে,

প্রতিশোধে কার অপচয় হবে? নিজের সংসার আহত করে তেমন নিজেরই শহর, সেও এক সংসার,

একী চূর্ণবিচূর্ণ বইয়ের দোকান দেখে এসেছি, উদ্যানের তোরণ, দরিদ্র বাদাম-গাড়ি কিছু বাকি নেই আর। যাদুঘর, রেলপথ, যদিও

নির্দিষ্ট কারো নয় এসব, রাস্তার বাতিগুলো চাঁদের মত রাজা-প্রজা সবাই কে আলো দেয়।

বলা হয় ব্যথা ও ধ্বংস অনিবার্য পরিবর্তনের জন্য,

বলা হয় পাথরের নুড়ি ভেসে ভেসে চর সৃষ্টি হবে, গর্ভের ফুল ছিঁড়ে মানুষ তৈরি হয়, কিন্তু চূর্ণবিচূর্ণ মিনিবাস, অগ্নি-সংযুক্ত জেব্রাক্রসিং - আমাদের দারিদ্র, ক্ষুধার সময় কি করে তার উপকার পাবে?

ফুটপাথে দমবন্ধ ধোঁয়া

বেহিসেবি কিংকর্তব্যবিমূঢ়তা

লা ই নের পর লা-ই-ন, টুকরো টুকরো কাচ ছড়িয়ে পড়ে জমিতে

কবিতা কি এমন করে ভাবো কবি?

বেহিসেবি লাইন ভাঙো বসে বসে বসে - যতক্ষণ পারা যায় ভাঙো

-

ড্রাফট ১.৫





মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০

লেখোয়াড় বলেছেন:
ভেঙে ফেলো, সব ভেঙে ফেলো।
বার বার দেখি নতু রূপ।

ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

বোকামন বলেছেন:
ভেঙে ফেলার নামই নব্য পথ ....।

“+”

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++
কবি কিছু টাইপো আছে ঠিক করে নিবেন :)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ +++++++++++

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

সায়েম মুন বলেছেন: বেশতো:)

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

সমুদ্র কন্যা বলেছেন: ভাঙচুর চলুক। বের হয়ে আসুক সেখান থেকে নতুন, আরো সুন্দর কিছু।

৭| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্লাস! দারুণ লিখেছেন ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.