নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

উপপাদ্য এগারো অচল

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

তিনটি বাহু টাকা, প্রেম ও খাদ্য

জীবনের চিত্র অনুসারে প্রথম দুটি

স্থুলকোণে মিলে গিয়েছিল

মনে করি ভালবাসা ও প্রতিপত্তি

প্রসূতির গর্ভ থেকে শুরু হয়ে

এখন শৈশব তারুণ্য পেরিয়ে আমৃত্যু বর্ধিত



ক্ষুধার্ত বাহুটি কোমল ও মৌলিক

হুংকার দিয়ে বলল

খাদ্যের বৃত্তচাপেই বিশ্বের ডাইনামো ঘোরে

ব্যাঘ্রের হরিণ শিকারের মত দাঁতালো ক্ষুধার প্রান্ত,

ধারালো ব্লেডের মত কাগজ কেটে

সমীকরণ ওলট পালট করে দেয়

সব কোণের যোগফল সরল হয়ে যাবে, এ নিয়ম অচল হয়ে যাবে,

বরং কোণগুলো নিষ্প্রভ অস্পষ্ট হয়ে যাবে, মৃত্যু এসে অন্ধকার প্রমাণিত হবে



আবারও বর্ধিত করে যাচ্ছি স্নেহকণা, স্মৃতির গ্রাফাইট রেখায়

অসীমে তার সঞ্চারপথ, তবু যাবো তার বাড়ি

উপার্জন যত কম ভূমিতে আড়াআড়ি স্থাপনা

মনে করি টাকা পেলেই খাদ্য আসে

সুক্ষ্ম কোণে পাকস্থলী ও বেতন সহোদর বসবাস করে



উপপাদ্য এগারো অচল

এখানে অর্থের বাহু যে কোন দুই বাহুর যোগফলের চাইতে বেশি



-

ড্রাফট ১.০

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৭

উপপাদ্য বলেছেন: দারুন তো!



আমি কি অচল ভাইজান :-B :-B :-B

২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

সোহাগ সকাল বলেছেন: অসম্ভব লিখেছেন!

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

উফফ !
সম্পাদ্যতে নিজের মতো করে লিখতেই পছন্দ করতাম ।
তবে উপপাদ্য ..... আর বলছি না থাক ।

ভালো লাগা রইল ।।

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:

দারুন লিখছেন। উপপাদ্য ভুল প্রমান করলেন! আমি অবশ্য ঠিক প্রমান করেছিলাম এক লেখায়। সময় করে দেইখেন- I^2=L^2+U^2

৬| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯

ডাঃ নাসির বলেছেন: অসাধারণ , চমৎকার লিখেছেন , আশির্বাদ রইল।

৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো জ্যামিতিক কবিতা।

৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

বোকামন বলেছেন:
আবারও বর্ধিত করে যাচ্ছি স্নেহকণা, স্মৃতির গ্রাফাইট রেখায়
অসীমে তার সঞ্চারপথ, তবু যাবো তার বাড়ি


“+”

৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

সুপান্থ সুরাহী বলেছেন:

খুবই ভাল লাগল...

ইউনিক...

১১| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


একরাশ মুগ্ধতা +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.