নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

পারঘাটার গান

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

সাইকেল হাতে মানুষ এলো, সাদা বক নেমে এলো

জল খেতে, ধুলো উড়িয়ে চর এলো,

কুঞ্চিত ত্বক মানবীরা দল বেঁধে এলো,

উদোম গা শিশুর হাত ধরে অন্ধ বাউল এলো, দিগন্তে দেখা

লাঙল কাছে এলো,

কাক রঙ চিকন ডিঙা নাও তীর্থ যাত্রীর মত অপেক্ষায়

যেমন মুখে কাপড় সতী নারী, অদুরে চওড়া বাদামী কাঁধে ঝাঁকি জাল, প্রসূন পল্লব, ভেজা ভেজা ঘাস এলো,

সকাল, সন্ধ্যা পেরিয়ে নির্জন রাত্রি এলো



কিন্তু আমার ব্রহ্মপুত্র নদীটি আর এলো না।



পার ঘাটার মানুষ

ওপারে যাবার জন্য বসে আছে।

আমিও।

-

ড্রাফট ১.০

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: খুব ভাল সাহিত্য রস
লাগল মজা অতি
বেশ এমন লেখা আরও চাই
জ্ঞান হোক সাফল্যর সাথি ।।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর +++

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২

সমুদ্র কন্যা বলেছেন: ব্রহ্মপুত্রের জন্য দুঃখ! খুব সুন্দর।

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩

বোকামন বলেছেন:
ভেজা ভেজা ঘাস এলো,
সকাল, সন্ধ্যা পেরিয়ে নির্জন রাত্রি এলো

“+”

৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ +++

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আহসান জামান বলেছেন:
ভীষণ সুন্দর, বিমোহিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.