![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
ব্যাকব্রাশ করা চুল আঁচড়ানো ছবিটি স্থির হয়ে আছে
মানুষটিকে চিঠি দেই, লিখছেন না বহুদিন
টেবিলে চশমা রাখলেন, উঠে গেলেন
টেবিলে বসছেন না অনেকদিন
আগে ভাগে ঘুমিয়ে গেলেন? গান শুনছেন বাতি বন্ধ করে?
মনে হয় না এত জলদি ঘুমাবেন তিনি,
হয়তো বেতের চেয়ার থেকে উঠে বারান্দায় নক্ষত্র দেখছেন ইমন
শেলফ থেকে হাত বাড়িয়ে বই টানতেই নতুন কিছু পেলেন,
মানচিত্র ঘষে
ইতিহাস বের করছেন কি পরদিনের লেখার জন্য?
বেড়ালটা লাফিয়ে কোলে বসে পড়ল
কখনো একটি স্বজনের শিশু হাটতে হাটতে টেবিলে পাশে দাঁড়ালো
কখনো রুশ উপকথা ভূমধ্য সাগর পেরিয়ে তার আঙুলে
অনুবাদ হয়ে শুয়ে থাকছে,
মানুষটি নিশ্চয়ই অবাক হয়ে গেলেন।
আজ কোন হারিয়ে যাবার দিবস না,
কাল-অরন্য- কেকে মোম জ্বালবার প্রসঙ্গও নয়
বহুদিন একটি অক্ষর পাই না,
আমাদের ঋষিও রাইটার্স ব্লকে চলে গেলেন
--
ড্রাফট ১.০
২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩০
রোমেন রুমি বলেছেন: কেমন আছেন স্বদেশদা ?
আজকেও আপনাকে নিয়ে কথা হচ্ছিল ।
ব্লগ নিয়ে কথা হলেই যে মানুষগুলির কথা উঠে আসে হয় তাদের মধ্যে
নগর ঋষি ও একজন ।
ভাল থাকুন ।
শুভ রাত্রি ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নগর ঋষির প্রতি চিরদিনের শ্রদ্ধা রইল।
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
সায়েম মুন বলেছেন: আমাদের ঋষিও রাইটার্স ব্লকে চলে গেলেন
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শেষ লাইনটা খুব কষ্টের।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: ইমন ভাইয়ের জন্যে ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: প্রাজ্ঞ নগর ঋষির প্রতি শ্রদ্ধা!