![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
ভয় পাবেন না। বন্ধ রুমে দশজন বুড়ো। বসন্তের দাগ ভর্তি মুখ,
দশজন বা বার জন - তার ভেতর কিছু বৃদ্ধা, দাঁতে জোর নেই
চোখের চশমার কাচ স্বচ্ছ মণির মত টলমল করে
বুকের ব্যথায় মরে গিয়েছিল তাদের আরো দশজন সঙ্গী
কোমরের ব্যথায় হাসপাতালে আরো দশজন সঙ্গী তাদের।
দিন দিন তাদের চলার শক্তি কমে যায়
লাউয়ের নরম ডগার মত, বাঁশের কঞ্চি ধরে উঠে দাঁড়াল।
ভয় পাবেন না, কারণ এটা আপনারই ছবি, পাশে সবাই আপনার সহপাঠী
আপনার আশে পাশে যে যুবক খেলে বেড়াচ্ছে, চুটিয়ে প্রেম করছে,
তাদের কয়েকজন বসে আছে ভবিষ্যতের কোঠায়।
ঁ*
দু'জন থেকে একজন
দু'জন থেকে একজন
ঘুরতে ঘুরতে আবারও দু'জন
তারপর সেই প্রথম লাইন
এভাবেই
.............মানুষের ইতিহাস চলছে
*
যুক্তি হেরে গেলো এবং তর্ক এলো
তর্ক থামাতে হাতে হাতে লড়াই এলো
হাতে হাতে লড়াই থামাতে বুলেট এলো
নষ্টরা বুলেট পেয়ে খুশি
তাকে থামাতে বুলেটপ্রুফ গ্লাস এলো
বুলেটপ্রুফ গ্লাস নিয়ে দুর্নীতি হলো
তাকে থামাতে স্বচ্ছতার আইন হলো
স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ উপায়
যুক্তি শুরুতেই হেরে গেছে
তর্ক শাস্ত্র নষ্টদের কথা বলে
আইন কখনোই স্বচ্ছ থাকে নি
-
ড্রাফট ১.০
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশা লিখা
শুভবারতা তাই
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১
নাজিম-উদ-দৌলা বলেছেন: শেষ অংশটা চমৎকার। আর কবিতার উপস্থাপনা ভাল লাগছে।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লেগেছে
“ভয়পাবেন না, কারণ এটা আপনারই ছবি”
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ পাঠ্য ++++
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সোমহেপি বলেছেন: ভাল উপস্থাপনা।
ঐ আইন টাইন এসব নিয়া আমার কোন কালেই কোন ইয়ে ছিলো না।এখনো নাই।আইন অইল গিয়া দুর্বলেরে শায়েস্তা করণের হাতিয়ার ।সব কথার শেষ কথা জোর যার মুল্লুক তার এটাই বড় আইন।
মানবাধিকার নিয়া যারা চিল্লায় তারা খোয়ারের শুওর।শক্তিমান ঈশ্বর তাদের লালন পালন করছে।ঈশ্বর গোত্রের একজন মারা গেলে তারা চিল্লায় এক বছর আর বিরুদ্ধ গোত্রের হাজার হাজার মরলেও তারা প্রশ্ন তোলে আড় চোখে মরেছে নাকি?তারপর ক্ষনিক ঘোঙানি।
প্রশ্ন হইল কবিতা নিয়া ।কবিতা ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অসাধারণ!!!! মুগ্ধ হলাম স্বদেশ হাসনাইন!