নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কম্পাসেরও দিক ঘুরে যায়

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

আজ যাকে ভাল লাগছে কালকে তাকে আর ভাল লাগবে না

আজ যাকে ভাল লাগছে না সেই অন্তরঙ্গ হয়ে যাবে কাল

ভাল লাগার কারণগুলোই এক সময় পুনারাবৃত্ত মনে হবে

একঘেঁয়েমি সহ্য হয়ে গেলে ফের তাতেই ভাল লাগা জাগে

কাল রাতে সাধারণ আকাশে ব্যতিক্রমী নক্ষত্র চেয়েছিলাম

আজ ভিড়ে মিশে গিয়েই খুশি, কিছুতেই আলাদা হবো না

আইন কানুন সংসারী জীবন, উশৃঙ্খল মাদকতা চেয়ে যাই

পর দিন ইচ্ছে মত ঘুরে রুটিন বাঁধা কারাগারে ফিরে এলাম



একদিন দূরে ঠেলে দেই তাকে, অসনীয় লাগে তার পাশে থাকা

মনে হবে ভুল পরদিন যখন তার ফিরে আসার সুযোগ রবে না



---------------------------------------------------------------

ড্রাফট ১.০

সহজ করে লেখা



জটিলতার দায়ে অভিযুক্ত কবিতা অনাকাঙ্খিত মৃতশিশুর মত কাগজের ঝুড়িতে পড়ে থাকে

বোধগম্য কবিতারা সাদা মাটা মনে হয়ে গেলে,

প্লাস্টিকের পেপারবাস্কেট উল্টে সে লেখাটাকে খুঁজি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + ২য় ভাল লাগা ।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

শ্যামল জাহির বলেছেন: চমৎকার শিরোনাম!
ভাল লাগলো।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

বোকামন বলেছেন:
কাল রাতে সাধারণ আকাশে ব্যতিক্রমী নক্ষত্র চেয়েছিলাম
আজ ভিড়ে মিশে গিয়েই খুশি, কিছুতেই আলাদা হবো না


“+”

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪

অনির্বাণ প্রহর বলেছেন: আইন কানুন সংসারী জীবন, উশৃঙ্খল মাদকতা চেয়ে যাই

সুন্দর তবে বেশি ভাল লাগলো কবিতার উপসংহার।

জটিলতার দায়ে অভিযুক্ত কবিতা অনাকাঙ্খিত মৃতশিশুর মত কাগজের ঝুড়িতে পড়ে থাকে
বোধগম্য কবিতারা সাদা মাটা মনে হয়ে গেলে,
প্লাস্টিকের পেপারবাস্কেট উল্টে সে লেখাটাকে খুঁজি


আরো একটি কবিতা পেয়ে গেলাম।
শুভ কামনা রইল কবি।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

কয়েস সামী বলেছেন: ভাল লাগা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.