নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ঘোর ঘন ঘটা

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

জিপিএস নেই কিন্তু আমি এখন টের পাচ্ছি বাগানবাড়ি মোড়ে,

সেখান থেকে টিউশনি ধরতে বাসে উঠে যেতাম,

কিন্তু বৃষ্টি। রেস্তোঁরার মুখের চাঁদোয়ায় একদঙ্গল লোক।

নিরুপায় নৈরাশ্য, দেরি হলে পরোক্ষ বকা খেয়ে যাই শিক্ষার্থীর অভিভাবকের কাছে।

ছাতাগুটিয়ে পাশের জন আমাকে ভেজাচ্ছে। কিন্তু ভিড়। জড়োসড়ো নিজস্ব অবস্থানে।

ভিড়ের ভেতর খুক খুক কাশির আওয়াজ। মাঝবয়সী জীবাণু ছড়ায়। কিন্তু আমি আমার চাইতে করুণ ভাবে ভিজে যাওয়া গার্মেন্টসকর্মীর উদ্বিগ্ন চোখ দেখছি।

উড়ন্ত চূর্ণচুলের মত বাতাস, আমরা এমন ভাবে অপেক্ষায় যেন বৃষ্টি প্রধানমন্ত্রীর গাড়ি,

চলে যেতেই পথে নেমে পড়বো।

সিঙারার কালজিরার ঘ্রানটুকু বাদ দিলে, দোকানটিকে থেমে থাকা মিনিবাসের মত মনে হচ্ছে।



---

ড্রাফট ১.০

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

সমুদ্র কন্যা বলেছেন: দৈনন্দিন ব্যস্ততা, জীবিকার তাগিদ এভাবেই আমাদের যান্ত্রিক বানিয়ে দেয়।

ভাল লাগা রইল।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: জিপিএস নিয়ে কাজ করেছেন। আপনি কি জিওলজিস্ট নাকি? তাহলে নাম বলেন তো্

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

অনির্বাণ প্রহর বলেছেন: সুন্দর। ভাল লাগলো।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
দৈনিক ভ্রম।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.