নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

দপ্তরের পাশে আরেক দপ্তর

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

নির্বিকার মরে থাকে বেকার হয়ে



অযোগ্যতার স্নেহ ডাকতে পারে না

উচ্চ পর্বতের মানুষের উপদেশ উপেক্ষা করে

শুধু একজন যুবা ঘুরে ফিরে ঘোরে

দপ্তরের পাশে আরেক দপ্তরে



নেমে আসে বৃষ্টি সিলিং ভেঙে

অলৌকিক শৈত্যে অচল হয়ে ওঠে কালি

পেশা ও পেশীর পার্থক্য ভেঙে

অন্তরে বাইরে ঘুন পোকা কাঠ খায়

জন্ম মৃত্যু উপচে আসে হিসাব

আর একদিন কাজের সন্ধানে



অনন্ত দীর্ঘ রাতের যাত্রায়

বিছিয়ে কম্বল

চৈতন্যে মরে সে

চোখ বোঁজে একলা রাতে



তবে দপ্তরের পাশে আরেক দপ্তর ওঠে



-

ড্রাফট ১.০

---দ্রুত লেখা..এডিট হবে। আগাম ধন্যবাদ

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা আমার এমনিতেই ভালো লাগে আরো মজার লাগে ছোত ছোট নোট গুলো! :)

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:





অনন্ত দীর্ঘ রাতের যাত্রায়
বিছিয়ে কম্বল
চৈতন্যে মরে সে
চোখ বোঁজে একলা রাতে


দারুণ

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর স্বদেশ কবিতা..........
কেমন আছেন কবি?

শুভেচ্ছা অবিরত।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:



আপনার কবিতা খুব সহজ কিন্তু অসাধারণ +++

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

হৃদয় রিয়াজ বলেছেন: কি দারুণ লাগল। চালিয়ে যান কবি। শুভকামনা।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: দাড়ি কমাহীন কবিতা পড়ে ভালা লাগছে

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ভাল লাগা স্বদেশ ভাইয়া।

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

টুম্পা মনি বলেছেন: ব্লগিং এর এই সুবিধাটা অসাধারণ! যখন কবিতা পড়ার তেষ্টা পায় এসেই সুন্দর সুন্দর কবিতা পাওয়া যায়। অনেক ভালো লাগল আপনার কবিতা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


নেমে আসে বৃষ্টি সিলিং ভেঙে
অলৌকিক শৈত্যে অচল হয়ে ওঠে কালি
পেশা ও পেশীর পার্থক্য ভেঙে
অন্তরে বাইরে ঘুন পোকা কাঠ খায়
জন্ম মৃত্যু উপচে আসে হিসাব
আর একদিন কাজের সন্ধানে


***

উচ্চ পর্বতের মানুষের উপদেশ উপেক্ষা করে
শুধু একজন যুবা ঘুরে ফিরে ঘোরে
দপ্তরের পাশে আরেক দপ্তরে


অসাধারণ কবিতা হাসনাইন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.