![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
কবিতা কোথায় যায়!
কোথা থেকে এসে বলে, উঠি
হাস্যকর পোশাক-আশাক, বলে, উঠি।
কবিতা চা চাইছে
মাকে বললেই দেয়,
কলম হাতে আবদার,
সে উঠে গেছে, কনডেন্স জমে যাচ্ছে,
শোন!
পিরিচে ঢেলে জুড়িয়ে নে। শোন!
শোনে না, কবিতা সিঁড়ি ভেঙে
আমাকে রেখে
চলে যায়। স্ত্রস্ত দিন
অবেলায় কোথায় যাচ্ছে সে?
কবি কি সানাই বাজায়,
কবিতা তার পিছু নেয়া ব্যান্ডবালক
কাজ কর্ম নেই তার?
ব্যাগ থেকে
রিসিট খসে পড়ে, জমা দেয়ার
ফর্ম পড়ে। কবিতা
কিচ্ছু বোঝে না, কবি এলে
কবিতা ভুল পথে যায়
রিকশার হুড তুলে প্রেম করে
দিবালোকে বেপরোয়া বোধ?
লাইব্রেরি
যাদুঘর
ফের লাইব্রেরি?
আমাকে বলে যেতে পারে
ডাকছি পিছন থেকে,
প্রায় দিন তাকে পাই না,
মানিব্যাগ ছাড়াই চলে গেছে
সারাদিন ধার ও দেনায়
চলে যাবে কবিতা, শোন!
বিছানায় ঝোলা ব্যাগ।
ব্যাগটা রেখে গেল নাকি!
শোন!
নেই ....
কবিতা কোথা থেকে সন্ধ্যায় এসে বলে মন ভাল নেই।
শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়তে চায়।হাতে তার কাটা দাগ। সেলাই।
কেন এসব নিয়ে ফেরে?
আরও মানুষ বড় হয়।
মুখচোরা তারুণ্য অথচ অসময়ে টিয়ারের তপ্ত শেল
ছুঁড়ে মারে ঐ দিকে কবিতা।
শোন!
আমার শেষ দাবী
আর একটা শেষ দাবী। কবিতা আমার কাছে আয়,
একবার শোন!
--
ড্রাফট ১.০
>>>আরো লিখেছি>>>
কবিতা এসে বসে সামনে
বলে গুড় দাও, যদি পারো আউসের মুড়ি
এসে দেখি
নেমে গেছে
চা জুড়োচ্ছে টেবিলে,
বারান্দার গ্রিল দিয়ে শুন্য এক বিন্দু হয়ে চলে গেছে
কোথাও।
কিন্তু কেউ বলল সে আছে। যায় নি।
অন্য ঘরে কল ছেড়ে জলের আওয়াজে
কে কাঁদে?
আমি ডাকি, কবিতা চুপচাপ
আজ কি মঙ্গল কিংবা বুধবার? তারপর
সেই যে গেল আর আসে নি
আজ এলে ভাল হতো
এত খামখেয়ালি সে, যখন চাই না তখনই এসে
দরজায় কড়া নাড়ে
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
সাদরিল বলেছেন: ভিন্ন টাইপ এক কবিতা পড়লাম।পোস্ট ফেভারিটে।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২
ঘুমন্ত আমি বলেছেন: ভালো তো কবিতাটি !
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
আলমগীর৭৪৭২ বলেছেন: ভালোই লিখেছেন ।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! এটা মনে হয় আবৃতি করে শুনতে অনেক ভালো লাগবে।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
বোকামন বলেছেন:
বেশ
৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সারাদিন ধার ও দেনায়
চলে যাবে কবিতা, শোন!
বিছানায় ঝোলা ব্যাগ।
ব্যাগটা রেখে গেল নাকি!
শোন!
নেই ....
সুন্দর।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
সানড্যান্স বলেছেন: সুন্দর হইছে
তথাকথিত ভাল হয় নাই
কিন্তু
সুন্দর হইছে!
১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!
১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা কোথায় যায়!
খুব সুন্দর।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২
নস্টালজিক বলেছেন: শোন! কবি্তা...
থাক দূরে থাক
অসংগতির চোখ!
শুভেচ্ছা, স্বদেশ!
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
কবিতা ফিরে আয়।
ফিরে আয় ত্রস্ত পা'য়।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে মুগ্ধ হলাম।
+++++++++++++
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
শায়মা বলেছেন: কবিতা এখন ব্লগে এলো ভাইয়া তোমার কি বোর্ডের মুদ্রাক্ষর হতে।