| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
ভাল করেই জানো আমি ওখানে আর থাকি না।
আমার সেই আগের নাম নেই। পদবী বদলেছে। বদলেছে ফাল্গুন উদযাপন, 
বৈশাখের আগাম চলে যাওয়া। চুলের শুমারী করি, ক্রমাগত সংখ্যা কমে যায়।
জানালায় চিরলপাতার পর্দাটা এমন যে মোচড় দিতেই আলো বাড়ে কমে
আলোর নিয়ন্ত্রণ বাড়ে, আলো একরতি বাড়ে নি। 
এখনো বাইরে থেকে দেখি বাড়িগুলো গলা বাড়িয়ে সিমেন্টের সারসের মত আকাশ ছুঁতে চায়
ফোন করলে লাইনটা কাটা পাবে। শুনেছি বাজে কিন্তু কেউ ধরে না। দরজার সামনে এসে দাঁড়ালে ভুলু 
অযথা হৈ চৈ করতো 
পরের বছরই সে মরে যায়। ও যদি বেঁচে থাকতো আমি ওকে ঠিকই রাখতে চাইতাম। 
তুমি কি লিখছো পুরনো ঠিকানায়? মানুষ লেখে।
মিতুল যখন ছোট ছিল, লাভ নেই জেনেও স্নানঘরের বালতিতে কাগজের নৌকা ভাসাতো।
লাভ নেই জেনেই পৃথিবী ঘোরে,
যদি লেখো সে ঠিকানায় পিয়ন জেনে শুনে একটা খাম 
ফেলে যাচ্ছে। যেমনটা হকার দরজার নিচ দিয়ে পেপার ঠেসে দেয়, যার যার দায়িত্ব যে পালন করে।
তুমি জেনে গেছে আমি ও শহরে আর থাকি না। 
ইচ্ছে অনিচ্ছাতে সাতটা ঠিকানা বদলেছি। দোতলা থেকে পাঁচতলা উঠেছি। ফের নামলাম দোতলায়। 
লুডোর ছক্কার মত বাড়ির নম্বর ভেসে ওঠে। 
লিফটে উঠে সংখ্যা চেপে দেই। মঞ্চের পর্দার মত দরজা দুভাগ হয়ে গেলে নিখূঁত বাড়িতে এসে ঢুকি। 
জীবন কি সংখ্যার নামতা? ডানে থেকে বামে চলাচল, স্থির কিংবা অস্থিরতার উপাসনা?
তারিখগুলো একই রকম লাগে। 
দিন মাস বছর ছক কাটা কাগজে লিখতে পারি। তবু অভিযোগ, আমি ঘুড়ি ভালবাসতাম খুব, 
নতুন বাড়ির ছাদ যদি দেখতে! এত উঁচু যে ঘুড়ির সুতো আর নাগাল পায় না।
ইদানিং সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দশমিক দিয়ে সংখ্যা শুরু হচ্ছে। 
এখন এ বাড়িতে  কেউ আর মাফলার বুনতে জানে না। শুধু ধূসর এক মাকড়সা সময় পেলেই জাল বুনতে থাকে।
-
ড্রাফট ১.০ 
মনে হল চিঠি পেলাম, অথচ কবিতার সব আমিই আমি না।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০২
স্বদেশ হাসনাইন বলেছেন: তাই মনে হয়, প্রশ্নে
২| 
১৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৭
শ্যামল জাহির বলেছেন: চমৎকার লিখেন আপনি! 
অনেক ভাল লাগলো। 
শুভ কামনা।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৩
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস
৩| 
১৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:০৮
বোকামন বলেছেন:  
ভালো লেগেছে :-) 
+
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৩
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ
৪| 
১৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ ও পূজোর শুভেচ্ছা। 
 সুন্দর কবিতা।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৩
স্বদেশ হাসনাইন বলেছেন: সেই অক্টোবরের কথা, আজ ছুটি, আজ এলাম
৫| 
১৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
অনেক সুন্দর।
ঈদ শুভেচ্ছা। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৩
স্বদেশ হাসনাইন বলেছেন: দুর্জয় এবার শুভ নববর্ষের
৬| 
১৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেকদিন পর পড়া হলো আপনার লেখা । বরাবরের মতোই চমৎকার । ঈদ মোবারক ।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৪
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ তিতির
৭| 
১৮ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: +++
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৪
স্বদেশ হাসনাইন বলেছেন: আপনার জন্য অনেকগুলো + থাকে। আশা করছি এখন থেকে জমানো লেখা পড়ার মত অবসর মিলবে।
৮| 
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩১
সোমহেপি বলেছেন: স্মৃতির সাতকাহন।
ভাল
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৪
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেকটা তাই। তবে সাত সতের ভেবে লেখা নয়
৯| 
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। 
সবাইকে শুভেচ্ছা।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৫
স্বদেশ হাসনাইন বলেছেন: দেখবো কি লিখলেন
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবন কি সংখ্যার নামতা?