| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
একটা স্বপ্ন আমার এসে বসেছিল খুব কাছে
তাকে ধরে নিতে পারতাম, ছুঁয়ে তাকে বুঝে নিতে পারতাম। 
সবাই পেয়ে যায় এত সহজ স্বপ্ন। মাসে মাসে বুনে যাওয়া স্বপ্ন
আহা! স্বপ্ন স্বপ্ন স্বপ্ন! 
গান শুনে আমার কেন কান্না পেয়ে যায়!
শুনেছি যে রয়ে যাবার সে হারায় না,
আমি কি যার অযোগ্য ছিলাম, 
আমি কি ভুল করে তাকে পেয়েছিলাম? 
কেন মিছে আশা দিয়ে শূন্যের মানুষ থেকে অসীমে চেয়েছি
সময়ের কাছে বলি, আমি যেন সময়ের দিকে আর না তাকিয়ে থাকি। চেয়ে চেয়ে দেখেছে এই শুরুটা সে। সময় আমাকে সুখী করেছিল কেন? যে স্বপ্ন দূরে চলে যায়,কেন তাকে এতটা নাগালে এনেছিল? আমি ছুঁয়ে দেখতে পারতাম। গুনে দেখতে পারতাম। 
আহা! স্বপ্ন স্বপ্ন স্বপ্ন 
আমার হাতের মুঠোয় বসেছিল একজন স্বপ্ন।থাকবে জেনে মুঠো বন্ধ করি নি। অচেনা এক বাজ পাখি তাড়িয়েছে তাকে অন্য আকাশে 
বাতাসের কাছে বলি, তুমি কি আমাকে পারবে একই নীল এঁকে দিতে?
বুক ভরা নিঃশ্বাসের সুখ দিতে,
অপেক্ষার পর অপেক্ষা বাড়াতে, 
বর্ষন হয়ে যাবার পর পড়ে আছে ভেজা মাটি জল। হুবুহু আমার মত একজন কালো মেঘ কি করে মিলে যাবে? যার যার মত চলে যায়। কথা শুনে দাঁড়ালো না স্বর্গ মর্ত গ্রহ তারা।
যন্ত্রের মত বয়ে যায় নিষ্ঠুর বাস্তব। 
কেউ হঠাৎ কাছে এসে তার ছবি দেখায়। না চেয়েও তার আঙুলে স্বপ্ন ধরে থাকে। 
এত কাছে এসে ফিরিয়ে নিয়ে গেল কে সেই স্বপ্নকে। বড় হতে না দিয়ে ঝরিয়ে দিয়েছে 
আহা! স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
আমার সে স্বপ্ন ফিরিয়ে দাও 
আমি অনেক দূরে তাকিয়ে থাকছি 
এই পথে সে এসেছিল, তারপর হঠাৎ বিজলীর ঝলকে সাদা আকাশে মিলিয়ে গেল 
-
ড্রাফট ১.০
যথা সম্ভব সরল লেখা 
মাস মাস বুনে যাওয়া স্বপ্নটিকে পেয়েও হারালে জানে শোক
কাব্যের অপেক্ষা একান্ত নিরর্থক
 
১০ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৬:০২
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অনেক
২| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৩:২৮
প্রিন্স মাহমু দ বলেছেন: খুব দারুন
৩| 
১৫ ই নভেম্বর, ২০১৩  ভোর ৬:১৭
আহসান জামান বলেছেন: 
চমৎকার লাগছে পাঠে ... ভালো থাকবেন।
 
১০ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৬:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: কবি অনেক ধন্যবাদ
৪| 
১৬ ই মে, ২০১৪  রাত ১:২৪
শাহরিয়ার মামুন১ বলেছেন: matro 3ta coment? strange?
 
১০ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৬:০২
স্বদেশ হাসনাইন বলেছেন: কিন্তু যে ৩ জন করেছে তারা নি:স্বার্থ ভাবে করেছে। সংখ্যাটা বড় নয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!।