| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
পারিলাম না এই মনেরে বোঝাইতে 
 কোন সত্তা বসত করে আমার শরীরে? 
আমার মুখে, আমার চক্ষু, আমার অধরে
এই আমি কোথায় থাকি জানা নাই রে!
মনেরে পারি না ঠাহর দিতে
আত্মা উড়িয়ে গেলে কত বড় পঙ্খী সে?
বুঝি না প্রাণ আর  মনের কোথায় তফাৎ, 
মাটিতে গড়া তনু, চুল গড়া মরা তন্তুজাত - 
তবে এই মরা দেহে কোন খানে জানের নিবাস?
দেহে মন লুপ্ত হইলে দেহ হবে মনের প্রবাস?
আমার সকল কর্ম ঘটাইলাম নিজের ইচ্ছায়, 
সেই কর্ম কেমন করিয়া ঘটে বিধির ইসারায়?
জন্মি নিয়া জ্ঞানহীন জন্মেতে কি বিদ্যাহীন মন
যে জনম শৈশবে ঘুমায় তার আত্মায় মুর্খের কারণ 
আমার সাথে কোন ঘাটে  মিশে যাবে বিধাতার প্রাণ
তিনি থাকে কোন  রূপে  আত্মারা মিশে কি হইবে সমান?
নিরাকারে আত্মায় আত্মায় যদি না মিশে থাকে, 
ভাইয়ের আত্মা আমার আত্মা কেমনে রইবে তফাতে?
-
ড্রাফট ১.৫  /
অনেক যত্নের এডিট রিলগ করে মুছে ফেললো ব্লগযন্ত্র। ধৈর্যচ্যুত হলাম। পরে এডিট হবে।
ইমন জুবায়ের কে স্মরণ করি
 
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান
২| 
০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: কবিতা পড়তে গিয়ে ইমন ভাইয়ের কথাই মন পড়তেছিল।
ভাল লাগলো বেশ।
 
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস সায়েম মুন
৩| 
০৫ ই জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৮
অরুদ্ধ সকাল বলেছেন: 
মনে হলো কবিতায় শব্দে ইমন ভাই ঘুমিয়ে আছে।
ধন্যবাদনম কবি
 
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল
৪| 
০৬ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: স্মরণ করি শ্রদ্ধায়।
 
০৭ ই জানুয়ারি, ২০১৪  ভোর ৪:২২
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ, হামা
৫| 
০৬ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় ভালো লাগা...
ঋষি ব্লগার ইমন জোবায়েরের প্রতি শ্রদ্ধাঞ্জলি...
 
০৭ ই জানুয়ারি, ২০১৪  ভোর ৪:২২
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস
৬| 
১৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:১৪
নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: "যে জনম শৈশবে ঘুমায় তার আত্মায় মুর্খের কারণ 
আমার সাথে কোন ঘাটে মিশে যাবে বিধাতার প্রাণ"
 চমৎকার লাগলো!
 
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:৪০
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৮
আমিনুর রহমান বলেছেন:
ইমন ভাইয়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
কবিতায় +++