| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
কহিল কদের বেল 
এ বড় অন্যায়
এই টুকু দেহ তাও
কুড়ে কুড়ে খায়
তুমি বাঁচো উচ্চ ডালে
নামে নারিকেল
তোমারে ভৃঙ্গায়ে নারী
কেশে মাখে তেল,
দেখ মোরে ছিদ্র করি
করে খোঁচা খুচি
ঐ দিকে ডাবের ওষ্ঠে
চুম্বনের রুচি
নারিকেল কহে, কিন্তু
মানব স্বভাব
নদী ভরা পানি তবু
জলের অভাব
আমার অপূর্ণ দেহে
আধা বাটি পানি
সেই জল ছিদ্র করি
মুখে নেয় টানি
মনে রেখো আমি তুমি
বাহিরে তফাৎ,
করিছে ভোগ যদেচ্ছা 
মানুষের জাত 
-
ড্রাফট ১.০ 
 
১০ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৮
স্বদেশ হাসনাইন বলেছেন: নিয়মিত মন্তব্য পেয়ে কৃতজ্ঞ।
২| 
০৭ ই আগস্ট, ২০১৪  রাত ১:০২
হাসান মাহমুদ তানভীর বলেছেন: হা! হা! হা!
 
১০ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ...ভাল থাকবেন।
৩| 
০৭ ই আগস্ট, ২০১৪  রাত ২:০২
আজমান আন্দালিব বলেছেন: নাইস!
 
১০ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস
৪| 
০৭ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:১০
নিষ্কর্মা বলেছেন: উত্তম হৈয়াছে। 
 
  
  
  ![]()
 
১১ ই আগস্ট, ২০১৪  রাত ১২:২২
স্বদেশ হাসনাইন বলেছেন: আইকন সমূহের দন্তপ্রকাশিত উপস্থিতি উপভোগ করিলাম।
৫| 
০৮ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
মনে রেখো আমি তুমি
বাহিরে তফাৎ,
করিছে ভোগ যদেচ্ছা
মানুষের জাত 
দারুণ কিছু মেসেজ দিয়ে গেলেন। অসাধারণ।
এই রূপক থেকে অনেক কিছু বের করা যায়। মানুষ সর্বগ্রাসী। মানুষের সব ‘খাদ্য’ই কেবল মানুষের তৃপ্তি ও পেট পূজার জন্য।
কিন্তু রূপকের গভীরতর অর্থ আছে। মানুষের মধ্যেই যারা নির্যাতিত, তারা কেউ কদবেলের মতো ছোটো, কেউ বা নারকেলের মতো ‘অভিজাত’, কিন্তু সবাইকে শোষণ করছে পুজিবাদী বা ক্ষমতাবানেরা। গরীবদের শোষণ করেই তারা টাকার পাহাড় করছে, আর ভোগবিলাসের জীবন যাপন করছে।
ব্লগে দেখি না, কবিতা পোস্ট করা ছাড়া। খুব ব্যস্ত নাকি?
শুভ কামনা থাকলো।
 
১১ ই আগস্ট, ২০১৪  রাত ১২:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: প্রিয় সোনাবীজ, আমিও ধীরে ধীরে মন্তব্যে ফিরতে চাইছি। তবে সীমিত সময় থাকতে পারি। জানেনই পুঁজিবিহীন মানুষ জগতে সুলভ, অথচ মৌলিক চাহিদা নিবৃত্তিতে পঞ্জিকার সময়গুলো ততটা সুলভ থাকে না। পারানির সূত্রানুসারে বৈঠা পারে না ফেলে রাখলে যাত্রা দেখা হয় না। পলায়নের সুযোগটা বের করাই এখানে কৃতিত্ব। দুষ্টচক্র সজাগ থাকে । ব্লগের লেনদেনের অংশটা ভয়ানক নেশার মত। একটু বেশি সময় দিলে বাকি সব ওলট পালট হতে থাকে... পিছনের বেঞ্চে বসে থাকি অগত্যা।
৬| 
১২ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:০৩
সানজিদা হোসেন বলেছেন: সুন্দর
 
১৬ ই আগস্ট, ২০১৪  রাত ৯:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক থ্যাংকস..
৭| 
১৭ ই আগস্ট, ২০১৪  রাত ৮:৩৩
হানিফ রাশেদীন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। বেশ ঝরঝরে, স্বচ্ছ।
কেমন আছেন? ভালো আশা করি। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৫৫
লেখোয়াড় বলেছেন:
জুতা আবিস্কারের কথা মরে পড়ে গেল।