| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
ভাঙার পর খালি দেখে যাচ্ছি
আস্ত আমিটা কত বেশি ভাল ছিলাম!
গুঁড়ো গুঁড়ো করে আমাকে আমি জোড়া দিতে চাই,
সখ করে নিজেকে চূর্ণ করে
.... সখ করে জোড়া দিতে চাই
ফেরার পথ খালি নেই, যুক্তি খুঁজে নিখোঁজকে বৈধতা দিয়েছি
সিরিয়াস খেলায় গো হারা হেরে, 
দুধভাত খেলায় নেমে জিতে গিয়েছি।
একটা অযথা আমাকে আমি মহামান্য ভাবি -
একটা মোটামুটি ভাললাগাকে আমি মিথ্যে মিথি্য ভালবাসা ডাকি,
পাইথন সাপ হত্যার নামে ঢোঁড়া সাপ শিকার করে তাক লাগালাম
এখন একটা জীবন আমি লুকিয়ে রাখি হেরে যাওয়া প্রেমে
এখন একটা জীবন আমি লুকিয়ে রাখি জলপাই পাতার আড়ালে 
-
ড্রাফট ১.০
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৫
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু
২| 
০২ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সিরিয়াস খেলায় গো হারা হেরে,
দুধভাত খেলায় নেমে জিতে গিয়েছি।
একটা অযথা আমাকে আমি মহামান্য ভাবি -
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৬
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে ..
৩| 
০২ রা ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
সুমন কর বলেছেন: অনেক সুন্দর !!
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৬
স্বদেশ হাসনাইন বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞাতা
৪| 
০২ রা ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৭
স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।
৫| 
০৩ রা ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৭
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক দিন পর ..আপনার লেখাও ভাল চলুক।
৬| 
০৩ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৭
স্বদেশ হাসনাইন বলেছেন: কৃতজ্ঞতা ...
৭| 
০৩ রা ডিসেম্বর, ২০১৪  রাত ৮:৩৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
ভাঙার পর খালি দেখে যাচ্ছি
আস্ত আমিটা কত বেশি ভাল ছিলাম!
খুব ছুঁয়ে গেল লাইনগুলো ! ++ 
ভালো থাকুন কবি । 
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪  রাত ১২:০৮
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ এভাবে পড়ার জন্য।
৮| 
০৫ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
//একটা অযথা আমাকে আমি মহামান্য ভাবি// -দারুণ!
 
১০ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৪:২৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল মন্তব্য .. এক দুটো লাইন হয়তো নিজের ভাল লাগে। সেগুলো তুলে আনেন
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল