| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
প্রতিটি জন্ম আলাদা
প্রতিটি কবি ও সংসার। আমাকে আলাদা থাকতে দাও
বিচ্ছিন্ন দ্বীপের মত বড় না হয়ে একই রকম,
প্রতিটি মানুষ আলাদা তার স্বপ্নও
করতলের রেখারা কিছুতেই মিলবে না সমতলে
প্রতিটি অক্ষর আলাদা, তাদের ভাব ও
তোমার সঙ্গে এক সাথে থাকা কি করে হবে?
তোমাকে চাইলেই আমার মত করে বানানো কি করে হবে?
প্রতিটি দু:খ আলাদা, স্বতন্ত্র প্রার্থীদের মত
মিলমিশ নেই, সুখও
আমাদের যাবতীয় জমি জমা সীমান্ত আলাদা
আমি আলাদা হবো না
তবে কি আর হলাম
আশ্চর্য বোধক চিহ্নের গন্ডিতে সবুজ বৃক্ষের মত 
আলাদা কান্ডের উপর একেকটা নিজের পৃথিবী
যদিও নীল,
শুন শান আঁধার বিচ্ছিন্নতা দেবতার মত শাসন করে যায়
একেকটা উপাখ্যানের শেকড়, আমৃত্য জীবন জুদা হয়ে থাকে
ব্যক্তির কোঠরে
-
ড্রাফট ১.০
২| 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ৯:৪২
রাইসুল সাগর বলেছেন: স্বদেশ ভিন্ন ধারাটা আজো আছে দেখে অনেক ভালোলাগল। আর এই কবিতায় অনেক অনেক ভাললাগা রেখে গেলাম। শুভকামনাতো সব সময়ের জন্যিই
৩| 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ১০:২১
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
৪| 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ১০:২৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: নামকরণের যথার্থতা প্রমাণিত হয়েছে কবিতার পঙক্তিমালায়। শব্দ ও পঙক্তিতে যথেষ্ট দৃঢ়তা ও আত্মবিশ্বাসও আছে। ভালো লাগলো স্বদেশ হাসনাইন।
৫| 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ১০:৩২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
প্রতিটি অক্ষর আলাদা, তাদের ভাব ও
তোমার সঙ্গে এক সাথে থাকা কি করে হবে?
তোমাকে চাইলেই আমার মত করে বানানো কি করে হবে?
কবিতার স্বতন্ত্র সম্মোহনে বিমুগ্ধ হলাম কবি, ধন্যবাদ। 
৬| 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ১১:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন:  কবিতায় ++ 
শুভেচ্ছা কবি ভাই 
৭| 
২৪ শে মার্চ, ২০১৫  রাত ১২:৩৮
ডি মুন বলেছেন: 
জোরালো পংক্তিমালা। 
আমার বেশ ভালো লেগেছে। 
শেষ লাইনে 'জুদা' শব্দটার ব্যবহারটাও ভালো লাগল। ''আমৃত্য'' শব্দটা সম্ভবত ''আমৃত্যু'' হবে। 
+++
শুভেচ্ছা কবির প্রতি।
ভালো থাকা হোক। 
৮| 
২৪ শে মার্চ, ২০১৫  ভোর ৪:৩৬
চৈত্র শেষে বলেছেন: "নো ম্যান ইজ আ্যান আইল্যান্ড"- স্টিল উই আর আইল্যান্ডস ইন এ ক্লাস্টার। ভালো লাগলো অনেক।
৯| 
২৪ শে মার্চ, ২০১৫  দুপুর ১:৩৩
আজমান আন্দালিব বলেছেন: আলাদা ভাবনায় আচ্ছন্ন করল কবিতাটি।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৪
জেন রসি বলেছেন: আপনার আলাদা বিষয়ক কবিতা ভালো লেগেছে