![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
তোমার দুটি চোখে আজ তীব্র হাহাকার কেন?
বেশ কদিন আগেও দেখেছি
অমৃতের স্বীকৃতি ছিল সমস্ত পদে,
কল্যাণময় অসীমের মায়ায়
অমর কাব্যে তোমার দিকবিদিক ছোটা,
তবু আহা! সেকি শান্ত চোখ!
অবিশ্রান্ত জাগরণ দিবসের পর
নিস্তব্ধ নিশিতেও তোমার চোখ জ্বলতে দেখেছি
ল্যাম্পপোস্টের মতন,
ঘুমোওনি কতকাল!
নক্ষত্রকে দেখিয়ে বলতে এদের ছায়া আছে
তোমার চোখের ছায়া নেই,
মনে আছে তোমার?
তবে দুটি চোখে এত তীব্র হাহাকার কেন?
হিরণ্ময় রোদে বালিকারপ শোক,
তুমি এ চরিত্রে বড্ড বেমানান।
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১
একজন নিশাদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: নক্ষত্রকে দেখিয়ে বলতে এদের ছায়া আছে
তোমার চোখের ছায়া নেই,
মনে আছে তোমার?