| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
এপাশ ফিরে শোও
দেখ চারপাশে সব কামুক ধোঁয়া
যাচ্ছে সময় চুমি,
সুদীর্ঘ রাত একলা একা
কেমনে রবে তুমি?
এপাশ ফিরে শোও
দেখ প্রনয় রাতের ঘামকুমারীরা
আহুতি চেয়ে ফোঁটে,
হৃদয় হতে ব্যকুলতা নেমে
ঠিক তোমাতেই লোটে।
এপাশ ফিরে শোও,
কয়েকটা পাতা উলটে দেখি
ভ্রান্তি তুমি কার?
উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
নিখাঁদ উষ্ণতার।
পাশ ফিরে শুয়ে
আমার শরীরে শরীর মেলালে!
আমি অবাক অকস্মাৎ,
আমার পুলকে পুলকিত হল
আজ অলকনন্দা রাত। 
©somewhere in net ltd.