| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
বৃষ্টির আলিঙ্গনে আজ এখানে আগুন নেই,
লুটে গেছে ধোঁয়ার কুণ্ডলী
মুছে দেবার আশ্বাসে বোকা জল
অজান্তেই স্পষ্ট করে গেছে পোঁড়া ক্ষত।
বাতাসের আগমনে আজ এখানে ধুলো নেই,
মিশে গেছে মৃত্তিকার মন্ডপে,
অজান্তেই শুকিয়ে গেছে বৃষ্টিচুম্বনে জেগে ওঠা
থকথকে কাঁদা।
এতসব ভুলচুকে দেখে কবিদের কলম
কাগজের বুক সেটে লিখে যায়,
একরাশ
প্রকৃতি ও প্রেমের কবিতা।
©somewhere in net ltd.