| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
আজ একটি প্রাপ্তবয়স্ক ভালবাসার মৃত্যু হতে পারে,
আমার কিছু ফুল প্রয়োজন সমাধিতে দেবার জন্য।
আমি প্রতারক নই।
আদ্রতায় ফেলে রাখা প্রেমপত্রের ভুড়
ডায়রিতে চুপসানো শুকনো পাঁপড়ি
যুগলবন্দী আলোকচিত্র
আদুরে চাদরের ম্রিয়মাণ আবদার,
কিছু লাল বেগুনি মুহুর্ত-
বদলে যাওয়া দিনের সুর আর কিছু
নষ্ট সময়ের সমাধিকার্য সম্পন্ন হবার পর-
শ্রদ্বাবশত
আমার কিছু ফুল প্রয়োজন
সমাধিতে দেবার জন্য।
©somewhere in net ltd.