| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
ইচ্ছে হলেই ঝাপ দিতে পারতাম শব্দজলে,
জাত সাঁতারুর মত সাঁতরে পার হয়ে যেতাম
জীবনানন্দ হতে বুদ্ধদেব বসুর উত্তরতিরিশ পর্যন্ত।
ইচ্ছের এখন ঢের বয়স হয়েছে,
সুইমিং কস্টিউমটাও ঢিলে হয় আজকাল।
তীর ধরে হেটে হেটে বাড়ি ফিরি
অভ্যাসবশত হাতে উঠে আসে
দৈনন্দিন সংসার কাব্যের মলাট।
©somewhere in net ltd.