![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
আমি আয়নার সখ্যতা প্রত্যাখ্যান করে মুখ দেখি ঘোলা জলে।
আক্ষেপ বলে শব্দটি আমার খুব অচেনা-
দেবতাদের সান্যিধ্যে আমি বেমানান বটে
পুজারী সেতো ছোবেই না অলক্ষুণে ভেবে,
দেবতা চাইনি
পুজারীও না।
আমি চেয়েছি বিশাল সমুদ্রের মাঝে একটুকরো খড়কুটা
নাইবা ভাসিয়ে নিয়ে চলুক তীরদেশে,
অন্তুত একসাথে ডুবে যাবার আনন্দ হতে
যে আমায় বঞ্চিত করবেনা।
©somewhere in net ltd.