| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
অবাধ বাতাসের মত শেষ যেবার তুই এলি-
আমি খুব আশা করেছিলাম কিছু ভালবাসা চেয়ে নেব তোর কাছ থেকে,
বলব ভেবেছি না বলা কিছু কথা।
সর্বনাশ নিশ্চিত জেনেও ছোট একটা ডিঙ্গি নিয়ে ভাসতে চাচ্ছিলাম উজান ঠেলে।
তোর হতদন্ত হয়ে ছুটে আসা দেখে এসব আর বলা হয়নি
দশ সেকেন্ডে আর কিইবা বলা যেত!
খপ করে মুঠোকরা আততায়ী হাতখানি হাতে দিয়ে বললি বপন করিস, ফেরত নেব!
সেদিন একটি কথাও বলা হয়নি তোকে ,
মুঠোখুলে দুচোখ ভরে আমি যা দেখেছিলাম
তা ছিল তোর সপ্নের বীজ,
আমি আমার স্বসত্তায় বুনে নিয়েছিলাম সপ্নবীজখানা।
সেই থেকে
ঘুমে
জাগরণে
পথে
অপেক্ষায়
আনন্দে
এমন কোন অবস্থান বাকি নেই যেখানে সপ্নের চারাগাছ হয়নি,
ডালপালা ছড়িয়ে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে বলে
সপ্নগুলো এখন আর গোনা যায় না।
থরে থরে সপ্নগুলো সাজিয়ে একটি মেগাশপ বানিয়েছি,
এখন শুধুই তোর জন্য অপেক্ষা
তুই এলেই হবে মোড়ক উন্মোচন,
না বলা কথাগুলো বলে
তোর হাতে সব তুলে দিয়ে সপ্নহীন হবো-
তুই আসবি তো?
©somewhere in net ltd.