| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
প্রভাত প্রাতে ঘাসের বুকে রাঙা চরণ দুখানি মেলে যখন রৌদ্র পোহাস
সে ছবিখানা চোখে করে দুলতে দুলতে কাজে যায় বাশার আলী, দুধওয়ালা, রদ্দিবেচা কিশোর,
বাদ যায়না রাস্তার ওপাশের দোকানদার ইদ্রিসও।
তাদের নিশ্বাস ভারী হতে হতে বাউড়ি ছড়ায়,
বাতাসে শাড়ির আচলটা একটু সাবধানে রাখিস
সকালের বাতাসটা ঢের সেয়ানা-
তেমনি দুপুরের,
রাতেরও।
একটুখানি সামলে থাকিস, ছুটিতেই আসছি।
©somewhere in net ltd.