| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
সচ্ছ কাচের আবছা প্রতিবিম্বে
বাধা পড়েনা এপারওপার।
চোখ মেলে দেখ
দেখতে পাবে সূর্যদয় হতে সুর্যাস্তের ডানা ঝাপাটানো রৌদ্র কোলাহল।
যদি খুঁজে পেতে চাও ব্যক্তিগত অতীত,
লেপে দিও জীবনের একপাড়।
সে
টলমলো চোখের অশ্রু ছোবেনা
শোনাবেনা বেকে যাওয়া কাজলের গল্প-
শুধু বুক পেতে নেবে অভিমানি টিপ।
©somewhere in net ltd.