| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
কিছু বিভৎস লালায় কদাকার জীবনযাপনের পর
দৃশ্যমান অনুগত্যের শেকলে হাপিয়ে ওঠা মানুষগুলো ঠিক করল-
তারা যোগ দেবেন লাশের মিছিলে।
অতঃপর তারা লাল রঙে বদলে দিল নদীর জল,
ফুলের সুবাস ভুলে সারাগায়ে মেখে নিল বারুদের ঘ্রান।
নারীরা তাদের যোনিতে ধারন করল স্বাধীনতার বীজ,
ঘুরে ঘুরে সস্তা দরে ফেরি হল শোকের মাতম-
অনেকেই বুক পেতে শুয়ে গেল সারিবদ্ধভাবে।
অবশেষে
আধারের অমানিশা কেটে
ক্ষতবিক্ষত মাঝবয়েসী ডিসেম্বারের বুকে
কিছু সাক্ষর কথা দিলো
এ বিজয় তাহাদের।
©somewhere in net ltd.