| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর আগে কবি লিখলেন তার অমর কবিতা,
মেমসম মহিলা ডাক্তার তার কবিতায় হাত বুলিয়ে
এগিয়ে গেলেন
তারপর হইচই
হট্টগোল
শেষমেশ চিৎকার করে কে যেন বলতে লাগলেন
কবি তার কবিতার শেষ লাইন লেখেননি।
শুন্য খোলস এবং একটি কবিতার পাতাসহ
কবির লাশ পড়ে আছে কোঠরে।
কেউ একজন দায়িত্ব নিক
সম্পুর্ন করুক সৎকার
অথবা সম্পুর্ন করুক কবিতার লাইন।
©somewhere in net ltd.