| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
ঊষালগ্নের বছরগুলোতে যে শিশু মায়ের কোল হতে
নেমে এসেছিলো মাটিতে,
আজ সে যৌবনের মধ্যমায়
জন্ম দিতে প্রস্তুত নিজের প্রতিবিম্ব।
দুরত্ব তেমন নয়
হবে হয়ত কুড়ি কিংবা বাইশ,
সম্পর্কের লতাপাতার বেড়াজালে
একটি নিটোল যুবতীকে
মহাকাল সাজিয়ে নিচ্ছে
নতুন বোতলে পুরোনো মদের মতন।
৩০ শে আষাঢ়ে
অনেক অনেক নক্ষত্র যখন তাকে ঘিরে
ব্যস্ত সময় কাটানোর অপেক্ষায়-
যুবতী তখন রচনা করে চলে
চলনসই গদ্যের পরবর্তী অধ্যায়।
©somewhere in net ltd.