| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
কখনো
জলের তরলতা আমায় মনে করিয়ে দেয়
মধ্যরাতের বুকে আমার অবস্থান।
কখনো
কাগজের বুক চিরে সলতে সুতোয় গাথা কবিতার
কালি মুছে হয় প্রেম।
কখনো
নৈঃশব্দের নক্ষত্র দ্বীপেরা হাতছানি দিয়ে ডাকে
চিহ্নহীন আলোকবর্তিকার বেশে।
কখনো
রাত বিরেতের দমকা বাতাস
ফিরিয়ে নিয়ে চলে অতীতের জাগ্রত সপ্নে।
এসবের কি খুব বেশী প্রয়োজন ছিল?
নিদ্রাহীন রাত কি কাটতে পারেনা-
একটু নিজের মত করে।
©somewhere in net ltd.