| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
এ আমার কাঁচের হৃদয়
সচ্ছতা যাকে নগ্নতায় ডোবায়
চাইলেই তুমি দেখতে পারো
এপাশ কিংবা ওপাশ
অথবা
আমাকে ভেদ করে আমার আমিকে।
সচ্ছতা আমার ভাললাগা নয়
কাম্যও ছিল না কোনকালেই-
আমি চাই সচ্ছতা পরিণত হোক ভারী প্রলেপে
অনেকাংশে আয়নার মতন,
যেখানে তুমি তোমাকেই দেখতে পাবে।
একপাশে তোমার প্রতিচ্ছবি
অন্যপাশে অস্থির আবরণ।
ভেবোনা
নিজেকে ঠিক বদলে নেবো।
এখনো হৃদয় বন্দি নয় বলেকি
কখনোই নয়?
©somewhere in net ltd.