| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
একটি নারীর চোখের কথা বলছি,
সরোবর হতে ভেসে আসা তার পদ্মনীল চোখজোড়া
চোখ পড়তেই
আমি চিত্রকর হয়েছিলাম।
যতটুকু মনে আছে-
নীলাভ সে চোখ
কাঁপছিল বাসনাময় বাতাসে,
নীলাভ সে চোখের
পাশঘেষা নগ্নতাখানি ঢাকা ছিল কাজলের প্রলেপে,
নীলাভ সে চোখ ঘিরে লুকোছাপা
খেলছিল পানসে রোদ।
তার তিন তিনটে পলকের মাঝে
আমার প্রেম জেগেছিল আর একবার।
©somewhere in net ltd.