![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আছি আপনার সাথে- সময়ের সাহসী সন্তান, দেশপ্রেমিক, দায়িত্ববান অফিসার, ............
''চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, গুলি করা শুধু নয়, নাশকতাকারীর বংশধরশুদ্ধ নষ্ট করে দেবেন।
শনিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে পুলিশের এই কর্মকর্তা বলেন,ওরা দেশে একটা গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে, দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই যদি দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করতে হয়, আমরা করবো কিন্তু এ দেশের মানুষকে বাঁচাতে হবে।
তিনি বলেন,দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের অস্ত্র দেয়া হয়েছে। আমরা বসে বসে আঙুল চুষবো? এখানে যা যা করা দরকার সব কিছু করবেন। গুলি করা শুধু নয়, ওর বংশধরসুদ্ধ নষ্ট করে দেবেন।
ডিআইজি নুরুজ্জামান বলেন, শুধু গাজীপুরে নয়, দেশের কোথাও যেন এ শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া না যায়। যেখানে যাকে পাবেন হাতেনাতে ধরতে পারলে যা যা করা দরকার তা করবেন। আমি হুকুম দিলাম আপনারা করবেন, দায়-দায়িত্ব আমার।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক প্রমুখ।''
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০২
যোগী বলেছেন:
প্রতিটি গ্রেফতার কে ক্রসফায়ারে পরিনত করা হোক। জামাত শিবিরের একটাও যেন বেচেঁ থাকতে না পারে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: হাসিনার জন্য আসলেই মায়া হচ্ছে......বাম আর চামচিকার ওড়ানো রঙিন ফানুষে নিজের প্রজ্ঞা আর রাজনৈতিক জ্ঞানের যে কবর রচনা করে চলেছেন......সে ধারনা তার নাই......আসলেই আমরা বাঙ্গালীরা ইতিহাস থেকে শিক্ষা নেই না......
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
ল্যাটিচুড বলেছেন: @ যোগী - যে সরকার জামাত শিবির রাজাকারদের রাজনীতি নিষিদ্ধ করার মত সৎ সাহস রাখে না, তার কাছে শুধু পাগল আর যোগীরাই এমন আশা করতে পারে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: হাতে নাতে ধরবার খ্যমতা এইসব 'সাহসী সন্তানদের' নাই। তাঁর যা পারে তা হল বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকায় ঢুকে পুরুষদেরকে গ্রেফতার করে নির্যাতন বা ক্রসফায়ার এবং কাউকে না পেলে সেই বাড়িতে পিকেটারদের মত ভাংচুর চালানো।