নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

মূল কৃতিত্ব শেখ মুজিবুর রহমানের

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত এই দেশটি যে ভারতীয় দানবের পেটে চলে যায়নি, তার মূল কৃতিত্ব শেখ মুজিবুর রহমানের। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শুরুরদিকে যখন শেখ সাহেব আসেননি, তখন তাজউদ্দীনের মতো নাস্তিক ও ভারতীয় দালালগুলো ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের এদেশে ঘাঁটি গাড়তে দিচ্ছে। ভারতের সাথে চুক্তি ছিল যে, যেসব প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কেবল তাদেরই চাকরি বহাল থাকবে। বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং তাদের জায়গায় বসানো হবে ভারত থেকে আসা প্রশাসনিক আমলাদের...

এর মধ্যে শেখ সাহেব পাকিস্তান থেকে আসলেন। এসে শুরুতেই তিনি এক মিটিংয়ে সরাসরি ইন্দিরা গান্ধীকে বললেন, আপনি কবে আমার দেশ থেকে আপনার সেনা সরিয়ে নিয়ে যাচ্ছেন? প্রকাশ্য সভায় এতো সোজাসাপটা কথায় ইন্দিরা গান্ধী অপ্রস্তুত হয়ে পড়ল। শেখ সাহেব তখন ইন্দিরার অপ্রস্তুত হওয়ার সুযোগ নিয়ে বললেন, প্রধানমন্ত্রীর আদেশই তার জন্য যথেষ্ট। তখন ইন্দিরা মানেকশকে ফোন করে বলল, বাংলাদেশ থেকে যেন ভারতীয় সেনা প্রত্যাহার করা হয়।

আর যেসব ভারতীয় আমলা ইতিমধ্যেই এদেশের পাবলিক সার্ভিসে জয়েন করেছিল, শেখ সাহেব বাংলাদেশে এসে তাদেরকে বের করে দেন। (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র ও সিআইএ বই থেকে)

মুক্তিযুদ্ধের পর যদি শেখ সাহেব এসব পদক্ষেপ না নিতেন, তাহলে তাজউদ্দীনদের স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ আজকে ভারতের কোন প্রদেশ হিসেবেই থাকত। ৩০ লক্ষ শহীদের রক্ত কোন কাজে আসতো না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধুর, মিথ্যা কথা বলেন, ইন্দিরাকে আপনি ভয় লাগায়েছিলেন, সেই ভয়েই উনি সেনা মেনা নিয়ে ভেগেছে; অকারণে বিনয়ভাব দেখায়ে আমাদের ইমান নস্ট করছেন?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাইনাস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.