![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে এক মাস ধরে গড়ে দুই হাজার ছেলে মেয়ে একত্রে রাত্রি যাপন করত। কে কার সাথে শুইত, কে কারে পেট বাঁধাইত সেটা আমার দেখার বিষয় না। বিষয় হল ওনাদের জন্য সকালে তেহারি, দুপুরে ও রাতে বিরানি আনা হত। সেই দুই হাজার লোককে তিরিশ দিন ধরে তিন বেলা বিরানি খাওয়ালে কয়টা গরু লাগে ফ্রান্স?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চেংকু প্যাঁক বলেছেন:
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলোরে উপরে তোলার কী দরকার? এরা খালি অনলাইনেই সরব...
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
রাজিবুল ইসলাম রাজু বলেছেন:
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
মাকার মাহিতা বলেছেন: রক্তনদী ইস্যু টা বড়ই জটিল মনে হচ্ছে...@ চ্যাংকু প্যাক,প্যাক প্যাক...!
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগুরা শাহাবাগিদের কখনো ক্ষমা করবে না।
আসলে ফ্রী বিরানী-ফিরানি ব্যাপার না।
একমাত্র তাদের কারনেই যুদ্ধাপরাধ আইন নতুন ভাবে সংসোধন করতে বাধ্য হয়েছিল সরকার।
যারদারা ছাগুচিফদের ঝুলানো সম্ভব হয়েছিল।
নইলে নামমাত্র শাস্তি দিয়ে ছাড়া পেয়ে যেত খুনিগুলো।
তাই ছাগুদের প্রচন্ড গাজ্বালা, কোন যুক্তি না পেয়ে ফ্রী বিরানীর কথা বলে গাজ্বালা মিটায়।
শাহাবাগ আন্দলনকারিদের কখনো ক্ষমা করবে না ছাগুরা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৭
চেংকু প্যাঁক বলেছেন: বাল বৈশাখী সাহেব, কেমন আছেন?
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ওহ এই হইল ব্যাপার! নিজের পরিচয় সামান্য দিলে পোস্ট পড়ে সময় নষ্ট করতাম না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮
চেংকু প্যাঁক বলেছেন: এই কমেন্ট খানা লিখিয়া মনেহয় সময়ের খুব সদ্ব্যাবহার করলেন?
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
আলী বলেছেন: ছাগুরা শাহাবাগিদের কখনো ক্ষমা করবে না।
আসলে ফ্রী বিরানী-ফিরানি ব্যাপার না।
একমাত্র তাদের কারনেই যুদ্ধাপরাধ আইন নতুন ভাবে সংসোধন করতে বাধ্য হয়েছিল সরকার।
যারদারা ছাগুচিফদের ঝুলানো সম্ভব হয়েছিল।
নইলে নামমাত্র শাস্তি দিয়ে ছাড়া পেয়ে যেত খুনিগুলো।
তাই ছাগুদের প্রচন্ড গাজ্বালা, কোন যুক্তি না পেয়ে ফ্রী বিরানীর কথা বলে গাজ্বালা মিটায়।
শাহাবাগ আন্দলনকারিদের কখনো ক্ষমা করবে না ছাগুরা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২
চেংকু প্যাঁক বলেছেন: আজকাল শাহবাগি শব্দটা কিন্তু একটা গালি হিসাবে ব্যবহৃত হয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বুঝলাম না আপনার কথা।