![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- ভাই দেখছেন বাংলাদেশের মুসলমানরা কত খারাপ! ঢাকা শহর রক্তের নদী হয়ে গেছে! এইভাবে কেউ গরু জবাই করে! এরা তো সব জঙ্গী!
- তা ভাইজান, খু-উ-ব তো গরুর রক্ত নিয়ে কান্নাকাটি করছেন, কাষ্মির আর সিরিয়ার রাস্তা যে মানুষের রক্তে ভেসে যাচ্ছে, সেটা নিয়ে কিছু বলেন না কেন?
- ঐটা তো বিদেশের ঘটনা, দেশের সমস্যা রেখে বিদেশের সমস্যা নিয়ে কেন চিন্তা করতে যাব?
- তাইলে শার্লি হেব্দোতে হামলা আর প্যারিসে হামলার পর যে 'জো সুই শার্লি' বলে হ্যাসট্যাগ দিয়েছিলেন এবং প্রোফাইল পিকচারে ফ্রান্সের পতাকা দিয়েছিলেন!
- আরে ভাই, ওটা তো বৈশ্বিক জঙ্গীবাদের প্রতিবাদ করেছিলাম।
- তাহলে ভারতে গরুর মাংস ফ্রিজে রাখার সন্দেহে যখন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, তখন কেন চুপ ছিলেন!
- আরে ভাই, সেইটা তো আর জঙ্গীরা করে নাই। তাছাড়া ঐটাও তো বিদেশের ঘটনা। দেশের রাস্তা যে গরুর রক্ত দিয়ে ভেসে গেল, সেই ছবি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ায় বাংলাদেশের ভাবমুর্তি কতটা নষ্ট হইলো সেইটা চিন্তা করছেন?
- তা ভাই, গরুর রক্ত দিয়ে রাস্তুার নদী হইলো কেন? রক্ত তো ড্রেনে চলে যাবার কথা ছিল। এইটা চিন্তা করছেন? সামান্য বৃষ্টির পর যখন ড্রেনের মলমূত্র আর আবর্জনার কালো পানি দিয়ে আবর্জনার নদী হয়ে যায় তখন কেন কিছু বলেন না? তখন কেন সেটা নিয়ে ফেসবুকে ছবি দেন না? ড্রেনেজ সিষ্টেম নষ্ট হবার কারণে রাস্তায় রক্তের নদী বা মল-মূত্র-আবর্জনার নদী তৈরী হবার দায় যে সরকারের এবং সিটি কর্পোরেশনের সেইটা কেন বলেন না?
- আপনি তো দেখি জঙ্গীদের মদতদাতা! আপনি তো পাকিস্তানের সমর্থক মনে হচ্ছে! সে সরকার এত দ্রুতগতিতে দেশের উন্নয়ন করতেছে, তাদের উপর দোষ দিতে চান!
- ভাই, আমারে ট্যাগ না দিয়ে আপনার ওপিনিয়ন দেন, কিভাবে এই রক্তের নদী হওয়া বা আবর্জনার নদী হওয়া বন্ধ করা সম্ভব।
- একটাই সমাধান, কোরবানী বন্ধ করে দিতে হবে।
- এইসব রক্তে ভাসা রাস্তার ছবি আর ভিডিও নিয়ে লাফালাফির তাহলে এই উদ্দেশ্য!
Akm Wahiduzzaman
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
রায়হানুল এফ রাজ বলেছেন: কথা একটাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪
মুসাফির হাসান বলেছেন: ভালো লিখছেন ভাই