![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর বড় অংশ ছিল বালুচ রেজিমেন্ট। গণহত্যা থেকে ধর্ষণ সহ পাকিস্তানি সেনাবাহিনীর সকল কুকর্মে তারা নিষ্ঠার সাথে অংশ নিয়েছে। যদিও সেই জন্য সকল বেলুচের দায় নেই। কিন্তু একই যুক্তিতে তো বলা যায় পাকিস্তানের সেনাবাহিনী আর শাসকের কুকর্মের দায় তো পাকিস্তানের জনগনের নয়। এই যুক্তি কিন্তু চেতনা শিবির মানে না।
তবুও আজ চেতনা শিবিরে খালি বালুচিস্থানের জন্য মাতম। কারণ কী?
কারণ মোদী দাদা বক্তৃতায় কইছে।
আমরা নাকি সকল স্বাধীনতার লড়াইয়ে সমর্থন দেই। তাইলে কাশ্মীরে দাও না ক্যান? আসামের অগো জেলে ঢুকাও ক্যান?
কারণ মোদী দাদা বক্তৃতায় কয় নাই।
- Pinaki Bhattacharya
©somewhere in net ltd.