![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসিএসে নবনিয়োগপ্রাপ্ত এক ছোটভাই এসেছিলো কয়েকদিন আগে। চাকুরির প্রথম মাসের বেতন তুলতে তাকে নাকি ঘুষ দিতে হবে!
তার ক্যাডারের সিনিয়রদের পরামর্শ চাইলে তারা বলেন, তাদেরকেও চাঁদা তুলে একসাথে একাউন্টসে টাকা দিয়ে আসতে হয়েছে। কিছু করার নেই, সালামী হিসেবে প্রত্যেককেই প্রথম মাসে দিতে হয়। যুগযুগ ধরে এ নিয়ম চালু হয়ে আসছে।
কিন্তু সে দৃঢ়প্রতিজ্ঞ, কখনো ঘুষ দেবে না, নেবেও না। আমার কাছে এসেছে পরামর্শ নিতে।
আমি তার কথা বিশ্বাসই করিনি। এর আগে এ ধরনের কখনো শুনিওনি। তাকে সিম্পলি বললাম, এই যে তোমার ঘুষ না দেয়া এবং না নেয়ার সংকল্প, এটাই এনাফ। পরামর্শ লাগবে না।
আজ একটি টিভি প্রতিবেদন (লিংক কমেন্টে) দেখে সত্যি সত্যি অবাক হলাম। প্রতিবেদন মতে এডমিন এবং পুলিশ ক্যাডার ছাড়া বাকী সব ক্যাডারের জন্য এই সালামী বাধ্যতামূলক!
হাউ ফানি! বিসিএস ক্যাডারের বেতন তুলতে ঘুষ!!
দুদক কোথায়?!!
২| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:০৯
বর্ষন হোমস বলেছেন: আমিও আজ প্রথম শুনলাম।লিংক টা কোথায়?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
নতুন বলেছেন: মগের মুল্লুক হয়ে যাচ্ছে নাকি?
সরাসরি তাদের সাথে কথা বলতে হবে... আর সম্ভব হলে দুদুক বা অন্য কোন সংস্হাকে জানাতে হবে।
বিষয়টা মিডিয়াতে আনতে পারলে অবশ্যই এদের সাজার ব্যাবস্হা হবে।
এদের সাথে কথা রেকড করুন না হয় ভিডিও করে নিয়ে আসুন যে তারা ঘুষ চাচ্ছেন...
দেশ তো এখনো মগের মুল্লুক হয়ে যায় নাই।
এরা এই প্রযন্মের পোলাপাইন/... বলুন নতুন কোন পথ বেরকরতে এদের শিক্ষা দিতে। কিছুই