![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুরতাদ নাস্তিক
নাস্তিক মুরতাদ
দলে দলে খেত সব
শাহবাগে ঘুরপাক
চেতনার ব্যবসা
সুশীলের নকশা
প্রথমআলুগংএর
হলুদের ফ্যাফসা
মোবাইল টয়লেট
পুলিশের কর্ডন
লাকি ম্যাডামদের
উদ্দাম নর্তন
বিরিয়ানি গন্জ
গ-জারণ মঞ্চ
ছাত্রলীগের হাতে
কানমলা খন্চ
হনুবাগি শাহমান
শাহবাগি হনুমান
চাপাতির কোপ খেয়ে
চলে যায় জার্মান
মুরতাদ নাস্তিক
নাস্তিক মুরতাদ
দলে দলে খেত সব
শাহবাগে ঘুরপাক
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
চেংকু প্যাঁক বলেছেন: কথা অন্যদিকে ঠেলতেছেন কেন? এখানে সবশ্রেনীর মানুষের কথা বলা হয় নাই। সব শ্রেণীর মানুষ না বুঝে হনুমানের নাচ দেখার জন্য গিয়েছিল, পরবর্তিতে শাহবাগ ফ্লপ করার কারণ সবশ্রেনীর মানুষ তাদের ভুল বুঝতে পেরেছিল।
২| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: জামাতি রাজাকার
তুই আমার
চ্যাটের বাল।
৩| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈমুর রহমান আকাশ বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিলেন। আপনাদের সংখ্যা বেশী!
হ্যাঁ, দেশের বেশীরভাগ অশিক্ষিত ধর্মান্ধ আপনাদের মোল্লাদের অনুসরণ করে। তো আপনাদের ভোটের দরকার বলেই তো সরকার আপনাদের কথায় মূর্তি অপসারণ করে লাই দিয়েছেন। আপনারা মারামারি আর হানাহানি ছাড়া যে কিছু জানেন না তা কি দেশের মানুসের কাছে গোপন আছে?
তবে আপনাদের শক্তি কতটা তা কিন্তু শাপলা চত্বরে প্রমাণ হয়ে গেছিলো। যখন আপনারা নিজেদের গাছ-কাটা আর আগুন লাগানো ইসলামের পরিচয় দিলেন, সরকার আপনাদের কি হাল করিয়েছিলো মনে আছে? আপনাদের হেফাজতি হুজুররা এতো তাড়াতাড়ি শাপলা চত্বরের মারের ব্যথা ভুললেন কি করে? পীরবাবার মলম? পুলিশ আপনাদের ডোজ কম দিয়েছিল নাকি?
হায় রে সে কি মার! মারের চোটে লুঙ্গি খুলে গেল, সেই লুঙ্গি রেখেই পালানো। আহা! কি অপূর্ব। আবার বাইরে পালিয়ে এসে ছড়ালেন কুকুরের মতো আপনাদের হুজুরদের হত্যা করা হয়েছে!!! কি সুখকর পরিণতি!!! আর আপনি ভয় দেখান গণ ধোলাইয়ের? কয়জন আছে আপনার দলে?
আলাইসাল্লাহু বি কাফিন আবদুহু
আপনাদের মোল্লাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর বেশী ত্যাঁদরামো করতে গেলে পুলিশের লাঠিতেও তেল মাখানো আছে কিন্তু! ইসলামের হেফাজতের নামে ব্যবসা কোনদিক দিয়ে পালাবে দেখা যাবে।
৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাজাকাররের বংশ নিপাত যাক, বাংলাদেশ কলঙ্কমুক্ত হোক এইতো বাংলাদেশি হিসেবে কামনা প্রত্যাশা।
দুনিয়ার কোন শক্তিই রাজাকারদের ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবেনা।
বাংলাদেশে কথা বলার স্বাধীনতা এত এত বেড়ে গেছে যে যা মনে হয় বলে যাচ্ছে!!
বাংলার আকাশে উজ্জল পূর্ণিমারচাঁদ হয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, কেবল মানুষরূপী শয়তান কুখ্যাত রাজাকারদের ফাঁসিতে ঝুলানোর জন্য। শাহবাগে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা জমায়েত হয়েছিলেন, আপনার মতো বেহায়া কেউ সেখানে ছিল না।
কবিতা লেখেন? কবিতা সবাই লিখতে পারে। তবে আপনার কবিতাকে অপমানমূলক কেউ লিখে না। আপনি একজন .... লোক তা প্রমাণ দিয়ে গেলেন।
৫| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নাস্তিক তো তারা, যারা কুখ্যাত ধর্ষক চন্দ্রপীর খ্যাত বাংলার কলঙ্ক আলমিরা ছাইদি ওরফে দেইল্যা রাজাকারকে যারা নবি সঃ এঁর সাথে তুলনা করে শেরেক করে। আরে মিয়া বেকুবের ছাও, ব্লগের পরিবেশ নষ্ট করতে আপনারা বেশ কয়েকজন ইদানিং খুব লেগেছেন! ব্লগ কর্তৃপক্ষের এগুলো দেখা উচিৎ।
৬| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
কানিজ রিনা বলেছেন: আচ্ছা চেংকুপ্যাক এটা চাইনীচ নাম নাকি?
চাপাতী চীনদেশে পাওয়া যায়।
৭| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯
চেংকু প্যাঁক বলেছেন: কবিতা লেখা স্বার্থক, শাহবাগিদের জ্বালাপোড়া দেখে বিনোদন পাইলাম
৮| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
"এখানে সবশ্রেনীর মানুষের কথা বলা হয় নাই। সব শ্রেণীর মানুষ না বুঝে হনুমানের নাচ দেখার জন্য গিয়েছিল, "
শাহবাগ ফ্লগ করেছিল, কারণ ওখানে ইস্যু ছিল সংকীর্ণ; কিন্ত আপনি সাধারণ মানুষের আগ্রহ বুঝতে অক্ষম।
৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়!
১০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: দিয়েছিস জামা গায়
খেইয়েছিস পথ্য,
নাস্তিক না বানাইলে উহা
থাকতি গর্ত।
আল্লাহ্র নাম বলে
খাছ তুই সিটামল
তারচেয়েয়ে খা মল
আরবের মুত্র।
এত যদি ফালাছ বাল
তোর মামু চৌদি,
কেনে কেন অস্র
ট্রাম্প থেকে জলদি।
মক্কা না মদীনা
আল্লাহ্র রক্ষা,
কেশে কেশে বলেছিস
হয়েছিল যক্ষা।
আজ তুই কুদ্দুস
আমেরিকার চামচায়,
ট্রাম্পের পাছা কেন
মুছে দিস গামছায়?
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি শাহবাগ যাবার সুযোগ পাইনি; তবে, আমি দেখেছি, সেখানে সব প্রেণীর মানুষ এসেছিলেন তাঁদের ক্ষোভ, হতাশা প্রকাশ করতে। সব শ্রেণীর মানুষকে আপনার পছন্দ হয়নি? কুপের ভেতর জীবন কেটে যাবে।