![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক : তোরা যে কুরবানীতে এতো উৎসব করে প্রাণী হত্যা করিশ, মায়া লাগে না? এতো নির্মম কেন তোরা?
বিশ্বাসী : দেখ, কয়েকদিন আগে তোর বিয়েতে ১০০০ লোক দাওয়াত করে খাওয়ালি! গরু, মুরগীর নানান পদ করলি! কম করে হলেও ৫০০ মুরগী তোর বিয়েতে হত্যা করা হয়েছে! এগুলোকে কি বলবি?
নাস্তিক : আসলে বাবা, মা, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে করতে হয়েছে!
বিশ্বাসী : বাবা, মা, আত্মীয় স্বজনের জন্য ৫০০ মুরগীর জীবন কেড়ে নিলি? নিরিহ মুরগীর জীবন কেড়ে নিয়ে উৎসব করলি? একটুও মায়া হয়নি তোর? এতো নিষ্ঠুর কেন তুই?
২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: মিঃ আতিক বলেছেন: তার মানে দাঁড়াচ্ছে পিউর নাস্তিকদের অবশ্যই নিরামিষ ভোজী হতে হবে।
না। সারা বছর কবিরস ফ্রাইড চিকেন খেতে পারবে। শুধু গরুর মাংস আর কুরবানিতে সমস্যা।
৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২
প্রোলার্ড বলেছেন:
নাস্তিকদের শুধু মুসলমানদেরটাই চোখে লাগে , এগুলোকে কিছু মনে হয় না ?
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
মিঃ আতিক বলেছেন: তার মানে দাঁড়াচ্ছে পিউর নাস্তিকদের অবশ্যই নিরামিষ ভোজী হতে হবে।