![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরুর পরে এবার হিন্দু ধর্মালম্বীদের ঈশ্বরের আসনে বসতে চলেছে আর এক জীব ‘মাছ’। এবার মাছ নিয়ে ফোতয়া জারি করেছে ভারতের ‘সারা ভারত মৎস রক্ষা কমিটি’ নামের একটি সংগঠন। ‘মৎস-রক্ষক’-দের মতে, মাছ হল ভগবান বিষ্ণুর একটি অবতার। অর্থাৎ তাদের মতে মাছ খাওয়া আর ঈশ্বরকে খাওয়া সমান। এই সংগঠনেরই এরকম একটি পোস্ট দেশটির সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। কিন্তু গরুর মতো মাছ খাওয়াকে কেন্দ্র করে সারা ভারতে নরহত্যার মতো ঘটনা ঘটে কি না তাই এবার দেখার বিষয়।
সূত্র : Click This Link
২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
কিছু বলার বাকি বলেছেন: বাকী রইল সারা ভারত সবজী রক্ষা কমিটি নামে সংগঠন । বাতাস খাওয়া শিখতে হবে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নিতাই পাল বলেছেন: ভারতের এ-সব কথিত হিন্দু সংঘটনগুলো শুধু আলামত সৃষ্টিই করে যেতে পারবে। মূলত কাজের কাজ কিছুই করতে পারে না। ওরা আমাদের জন্যও আতঙ্ক হয়ে দাঁড়িছে।