![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই শয়তানের মধ্যে কথা হচ্ছে:
.
: আমাদের নতুন শ্লোগান হলো: শিশু বিবাহ ঠেকান যেখানেই থাকুন না কেন।
.
- ভচ, আগে না বাল্য বিবাহ কইতেন? এখন দেহি "শিশু"। পাঁচ ছয় বছরের কাউরে কেউ কি বিয়া দেয়নি?
.
: দূর, তোর বুদ্ধি এখনো পাকেনি। তুই শিশুই রইয়া গ্যাছস। আসলে আমগো মূল কাম অইল মুসলিম জনসংখ্যা বাড়তে না দেওয়া। হেল্লাইগা আমগো অনেক দীর্ঘমেয়াদী চিন্তা আছে। ১৮র নিচে "শিশু" কইলে বেশি সহজ অয় কামডা।
.
- কিন্তু এদের মাঝে ব্যভিচার-যিনা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তো আপনি কমানোর অপশন্স না দিয়া অশ্লীলতা, প্রেমের সবক, পতিতা চরিত্রদের সেলিব্রিটি বানায়া তাদের বিয়ার ইচ্ছা আরও বাড়ায়া দিতাছেন। তাইলে এইডা হিতে বিপরীত ঐয়া গেল না?
.
: বললাম তো, আমগো মূল কাম মুসলিম জনসংখ্যা কমানো। এহন ধর, মুসলিমদের সন্তানদের মধ্যে যিনা-ব্যভিচার বাড়লো, তাদের ঈমান-আমল শ্যাষ! এরপর ধর এদের এইডস, গনোরিয়া-টনোরিয়াসহ বিভিন্ন রোগে মইরা সাবাড় বা ভবিষ্যৎ শ্যাষ! এরপর ধর এরা বেশি বয়সে বিয়া করলো, বাচ্চা নিল। বাচ্চাগুলা অটিজম, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হইল (কী মজা!)। ক্যারিয়ার টেরিয়ারের লালচ দেহাইয়া এদের এনিহাউ আমরা বুঝাইতাম পারছি বাচ্চা মানে ঝামেলা। তা এখন এর মাঝে কেউ প্রেম-টেম, আকাম-কুকাম যাই করুক। শিশু মনে এগুলো হয়ে যেতেই পারে। আর শিশুর জন্য "হ্যাঁ" বলার শ্লোগান দিয়া ব্যাপারগুলা স্বাভাবিক বানায়া দিতাছি।
.
- বহুত আচ্ছা! হেল্লাইগাই তো আপনি বড় শয়তান। হি হি হ
কালেকটেড
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৪
তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: শয়তান
তোফায়েল আহমেদ টুটুল
কে পেয়েছে আল্লাহর দীদার অস্থিত্বের রুপ,
কে দেখেছে শয়তানের গঠন আকৃতি সুরুত।
নবী রাসুলের মুখে শুনি শাহাদাতের বাণী,
আল্লাহর সংবিধান ওহী নাযিল আসমানী।
একমাত্র ইবাদত বন্দেগী আল্লাহর নামের,
গ্রন্থ মাঝে পরিচয় ঘটে ইবলিশ শয়তানের।
নামাজ রোজা হজ্জ যাকাত আইন ফরজ,
পালনে আল্লাহ খুশি নিয়ত করে কে রোজ।
হালাল হারাম না ভাবিয়া হাটে অসৎ পথে,
যিনা ভেবিচারে লিপ্ত সদা চড়ে পাপের রথে।
সুদ ঘুষ জুয়ার নেশায় মত্ত পাপী নাফরমান,
আপন হাতে কাটল আবার ভাইয়ের গর্দান।
অত্যাচারী করল শোষণ অসহায়ে নির্যাতন,
জুলুম করে অন্যের হক ধন সম্পদ অর্জন।
ন্যায় অন্যায় ভাল মন্দে হয়নি সঠিক জ্ঞান,
অপকর্ম করে মানুষ কেবল দোষে শয়তান।
আদমের শ্রেষ্টত্বে আল্লহর ঘোষণা সেজদা,
জ্বীন ফেরেস্তা আদেশ পালনে দিল মর্যদা।
আযাজিলের যুক্তি তর্ক ইবলিশে পরিণত,
এক আদেশের অবাদ্যতার শাস্তি অভিশপ্ত।
আদেশ নিষেধের অমান্য নিত্যতার মাঝে,
অবাদ্য মানব ইনসান কোন পরিচয় খোঁজে।
আল্লাহর বাণী নাহি মানে পবিত্র কুরআন,
আশরাফুল ইনসান দেখ জগতে শয়তান।