![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোস্তফা সরওয়ার ফারুকীর স্ট্যাটাসে মুন্নি সাহার কমেন্ট। ফারুকী বন্যা পরিস্থিতি জানার জন্যে পোস্ট দিয়েছিলেন।
এবার বন্যা নিয়ে আমি আজকের প্রথম আলো থেকেই কয়েকটা নিউজ দেই-
বন্যায় এই পর্যন্ত মারা গেছে ৩৭ জন। দেশের ২১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ লাখ ৮৭ হাজার মানুষ। ফসলি জমির ক্ষতি হয়েছে ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর।
এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ৫৯৯টি। এগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার।
... এটা সরকারী হিসাব। আমাদের দেশে সরকারী হিসাবের সাথে বাস্তবতার যে শুভংকরের ফাঁকি আছে সেটা মাথায় নিলে বন্যায় ক্ষয় ক্ষতির সত্যিকারের চিত্র আরো ব্যাপক হওয়ার কথা।
৩৭ জন মানুষ মারা গেছে, তেত্রিশ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে, হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। মৃত গবাদি পশুর কোন হিসাব নেই। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁচছেনা। মানুষ আশ্রয়ের জন্য বাঁধের উপর আশ্রয় নিচ্ছে। মাথার উপর চাল নেই, চুলো নেই। তারপরেও মুন্নি সাহাদের চোখে সব স্বাভাবিক!
এই মুন্নি সাহাদেরকেই গত বছরের এই দিনে ভারত থেকে বানের জলে ভেসে আসা বঙ্গবাহাদুরের মৃত্যুতে চোখের জল নাকের জল এক করে ফেলতে দেখেছিলাম। ভারতীয় হাতির জন্যে তাদের মানবতাবোধ সেইদিন ডেগচী উপচে চুইয়ে চুইয়ে পড়েছিল। অথচ নিজের দেশের সাতত্রিশ জন মানুষের মৃত্যুতে মুন্নি সাহাদের মানবতাবোধ জাগেনা।
মুন্নি সাহারা মানুষের সবচেয়ে বড় অপচয়ের উদাহরণ।
২| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২০
রেযা খান বলেছেন: তারপরও কিছু না বস! স্বভাবিক বন্যা
৩| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৯
রুহুল আমিন খান বলেছেন: বাংলাদেশে চেতনার অন্যতম ঠিকাদার মুন্নী শাহা। হাসিনা যদি কখনো দেশের স্বার্থ চিন্তা করে ভারত বিরোধী হয় এই মুন্নী শাহারা কান ধরে আবার ভারতের পক্ষে নিয়ে আসবে
৪| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কমেন্ট করার আগে চুন্নি সাহা গো-মূত্র সেবন করিয়াছে। এখন হেতেরে স্বাভাবিক অবস্হায় ফেরত আনতে বুড়িগঙ্গায় চুবাইতে হইবে।
৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪
বারিধারা বলেছেন: গো মূত্র সেবন করা মুন্নী সাহা ইন্ডিয়ার পানির ঢল দেখে আহ্লাদে গদগদ হয়ে গেছে। গঙ্গায় গালি গা চুবানোর জন্য আর তর সইছে না। তাই আবোল তাবোল বলছে।
৬| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
ঢাকাবাসী বলেছেন: ওকে পোষাই হয় এইসব মন্তব্য করার জন্য।
৭| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আক্রান্ত ৩০ লাখ। প্রাণ গেল ১০৭ । তারপরু স্বাভাবিক বন্যা! পুরাই অস্বাভাবিক কথা ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩
আশমএরশাদ বলেছেন: হ সেতির নিয়ে প্যাঁচাতে প্যাঁচাতে বানভাসির জন্য কিছু করা হইবেনা অনলাইন বাসীর।
৯| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sali munni badnam hui darling mere liye. Sali munni jandu bam hui darling mere liye.
১০| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২
কানিজ রিনা বলেছেন: এগুল গঙ্গার পানি এপানিতে ডুব মারলে
সব পাপ ক্ষয় হবে। এদেশের সংখ্যা লঘুরা
এই পানি বতলে ভরে সারা বছর পান করলে
গঙ্গা স্নানের চাইতে ভাল কাজ দিবে।
তবে একথা জানিয়া রাখা দরকার ভারতের
যত ময়লা আবর্জনা বর্জ্য সব বাংলাদেশে
গড়িয়ে আসে।
মুন্নি সাহা বড় মাপের সঙবাদীক এতির কথার
গুরুত্ব দেওয়া আমাদের দায়ীত্ব। ধন্যবাদ।
১১| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮
যাযাবর চখা বলেছেন: ওরে লাল শাড়ী পড়ায়া পাগলা ষাঁড়ের সামনে ছাইরা দেওয়া হউক, এইটাই ওর মতো জ্ঞানপাপীর শাস্তি!
১২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫
চুলবুল পান্ডে বলেছেন: চুন্নীর কাজ থেকে আর কী আশা করা যায়। সেতো না বুঝে কিছু বলেনি। যারা তাকে এদেশে সেট করেছে, তাদের মতের বিরুদ্ধে এক চুল যাওয়ার উপায় নেই। প্রভুদের জল এদেশ পুরো ভাসিয়ে নিলেও তার কিছু ছেড়া যায় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১৬
এম এ কাশেম বলেছেন: যারা----
ঐ পারের হাতির জন্য কাঁদে
এই পারের মানুষ মরলে হাসে।
তাদের লাত্থি মেরে ইন্ডিয়াই পাঠাইয়া দেওয়া হোক।