![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আমি ফিরে না এলে তোমরা সিকিম হইয়া যাইতা।‘ -শেখ মুজিবুর রহমান।
(১৯৭৩ সালে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ও গিয়াস কামাল চৌধুরীকে ৩২ নম্বর রোডে এক ব্যক্তিগত আলাপচারিতায়।)
আল্লাহ মরহুমের ওপর রহম করুন, ভুল ত্রুটি মাফ করে দিন।জান্নাত নসিব করুন।আমীন।
২| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩২
অনল চৌধুরী বলেছেন: ঠিক।ভারত সামরিক সহযোগীতার নামে একইভাবে হায়দ্রাবাদ,কাশ্মির আর গোয়া দখল করেছিলো।
তবে সিকিম ভারতভূক্ত হয় ১৯৭৫-এ।
তাই ১৯৭৩-এর ব্যাপারটা বুঝলাম না।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩৮
চেংকু প্যাঁক বলেছেন: ৭৩ সালে শেখ মুজিবর রহমান এইটা বলছিলেন।
৩| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:০৬
ডার্ক ম্যান বলেছেন: এর সত্যতা কি । লিঙ্ক দেন
০১ লা জুন, ২০২০ দুপুর ১:১২
চেংকু প্যাঁক বলেছেন: সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদরে জিগান
৪| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৪
ডার্ক ম্যান বলেছেন: উনি তো আর এইখানে পোস্ট দেন নাই।
০১ লা জুন, ২০২০ দুপুর ১:৪২
চেংকু প্যাঁক বলেছেন: বাংলাদেশ যে সিকিম হওয়ার পথে ছিল সেইটা বুঝার জন্য রকেট সাইন্টিষ্ট হওয়ার দরকার আছে কি? শেখ মুজিবর রহমানের দুইটা বড় অবদান ছিল দেশ স্বাধীনের পরে, যেইটা আওয়ামি বা বিম্পি কেউ আপনেরে বলবে না (কারণ তাদের পলিটিক্যাল এজেন্ডার সাথে এই কথা দুইটা যায় না।)
১। কুটনৈতিক দাবা খেলার মাধ্যমে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ব্যবস্থা করা।
২। রক্ষি বাহিনী দিয়া কুপায়া বামপন্থিদেরকে পুরুষত্বহীন করে দেওয়া।
দুইটাই স্বাধীন বাংলাদেশের জন্য জরুরি ছিল।
৫| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:২৪
আমি সাজিদ বলেছেন: অনেক কথা বলা যায় না৷ আইসিটি আইনে ফাঁসি হয়ে যাবে। সময় ভালো না।
০১ লা জুন, ২০২০ দুপুর ১:৪৪
চেংকু প্যাঁক বলেছেন: এখন করোনা আইন চলতেছে, ফাঁসি হওয়ার আগেই পটল তুলার ঘটনা ঘটতেছে।
৬| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:৪৬
ডার্ক ম্যান বলেছেন: ভারতীয় সৈন্য প্রত্যাহার করাটা ভুল সময়ে ছিল । বঙ্গবন্ধু আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারতেন ।
০১ লা জুন, ২০২০ দুপুর ১:৫৯
চেংকু প্যাঁক বলেছেন: আমাদের ভাগ্য অত্যন্ত ভাল যে এইরকম একটা বালছিড়া পরামর্শ ঐ সময় বঙ্গবন্ধুকে কেউ দেয় নাই।
৭| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৯
ডার্ক ম্যান বলেছেন: সেই কারণে দেশের আজ অবস্থা । ভারতের আস্থা হারানোয় বঙ্গবন্ধু অকালে চলে গেলেন ।
০১ লা জুন, ২০২০ দুপুর ২:১৯
চেংকু প্যাঁক বলেছেন: বঙ্গবন্ধু নিজের দেশকে বাঁচাতে গিয়ে ভারতের আস্থা হারালেন। নাইলে উনার আর লেন্দুপ দর্জির মধ্যে তো কোন পার্থক্য থাকতো না। এনি ওয়েজ, ভারতের সামনে খারাপ দিন আসতেছে। ভারতীয়দের এখন উচিত চতুর্দিক থেকে পোংগা খাওয়ার জন্য রেডি হওয়া।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৪:২২
অনল চৌধুরী বলেছেন: ৭৩ সালে এইটা বলছিলেন- ১৯৭৫ এর সিকিম ভারতভূক্তির আগেই বলা হলো কিভাবে?
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৪
মিঃ আতিক বলেছেন: আমিন