![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মেয়ে দুচোখে আকাশ ভরে রাখে, যার গায়ে এতো মেঘজামা তাকে তুমি কি রঙ শেখাবে? তাকে তুমি কি নদী বোঝাবে?
খুব সহজ জিনিস! অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। কিছু দিন আগে হঠাৎ করে এক ফ্রেন্ডের সাথে চ্যাটের একেবারে প্রথমদিকে কি কি কথাবার্তা হয়েছিল সেগুলো দেখতে ইচ্ছা হয়েছিল। খুঁজতে গিয়ে দেখি অলরেডি প্রায় ৬ হাজার প্লাস টেক্সট হয়ে গেছে, একটু একটু করে এতো টেক্সট পার হয়ে সেই পুরনো টেক্সট খুঁজে বের করা! খুবই প্যাড়াময় কাজ!
খানিকক্ষণ চেষ্টা করে তারপর বিরক্ত হয়ে ক্ষান্ত দিলাম
তারপর গুগলে সার্চ দিলাম কোন একজনের টেক্সট হিস্ট্রি দেখার কোন উপায় আছে কিনা জানতে। তখনই এটা পেলাম! তখন ভাবলাম, আমার মত আরও যারা জানেন না শেয়ার করলে তাদের হয়তো কাজে লাগবে।
ফাও প্যাঁচাল এই পর্যন্তই! এবার কাজ শুরু করা যাক।
ফেসবুকের জেনারেল অ্যাকাউন্ট সেটিংস অপশনের নিচে 'ডাউনলোড আ কপি অফ ইওর ফেসবুক ডাটা' নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটি পেজ আসবে। স্টার্ট মাই আর্কাইভে ক্লিকান।
আবারও স্টার্ট মাই আর্কাইভ!
এবার ওকে করুন!
দিনে তিনবার কইরা প্রোফাইল পিকচার আপলোড দিবেন, ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস (লাইক দিতে দিতেও টায়ার্ড হইয়া যাই
), আর ইনবক্সে একসাথে দুই হালি মাইনষের (বিপরীত লিঙ্গের
) সাথে চ্যাট করবেন, করতে করতে হাজার হাজার টেক্সট বানায়ে ফেলবেন, আর এক ক্লিক দিয়া এক মুহূর্তের মধ্যে সব পাইয়া যাইবেন!
এতোই সোজা! সব গুছাইয়া এক জায়গায় করতে জুকার মামুর তো কিছু টাইম লাগবে নাকি? সো, এক বাটি মুড়ি নিয়া বসেন, চিবাইতে চিবাইতে অপেক্ষা করতে থাকেন!
আপনার মেইল অ্যাড্রেসে দুটো মেইল পাবেন, প্রথম মেইলে ডাইনলোডের পর কি কি পাবেন সেই ইনফো নিয়ে একটা লিঙ্ক থাকবে, এটায় না ঢুকলেও চলবে। দ্বিতীয় মেইলে পাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক! তারপর তো আর বলে দিতে হবে না নিশ্চয়ই!
আপনাকে মেইলের দিকে একটা চোখ রাখতে হবে। কারণ ডাউনলোড লিঙ্ক নিয়ে যে মেইলটা আসবে, বেশি সময় পার হয়ে গেলে লিঙ্ক আর কাজ করবে না। আমি তো প্রথমবার যখন দেখলাম মেইল করে পাঠিয়ে দেয়া হবে, ভাবলাম পরে একসময় ডাইনলোড করে নিলেই হবে। দু'দিন পর মেইল ঢুকে দেখি লিঙ্ক আর কাজ করে না! তারপর আবারও কমান্ড দিয়েছিলাম। কমান্ড দেয়ার প্রায় আধাঘন্টা মত পরে মেইলটা এসেছিল। আমার ফেসবুকে অ্যাক্টিভিটিস খুব কম থাকায় মাত্র ৭ এমবি ডাটা হয়েছিল।
পোস্ট কাজে লাগলে ট্রিট পাওনা থাকলো!
ডাউনলোড দেয়া হইলে এক কপি আমার ইনবক্সে পাঠায়ে দিয়েন অবশ্যই! ঠিকঠাক মত করতে পারলেন কিনা দেখতে হবে না!
দুঃখের কথা আর কি বলব! এই পোস্টে আপলোডের জন্য সাতটা ছবি ছিল, চারটা বহু কষ্টে আপ দিতে পারলাম, তারপর ছবি আপলোডের অপশনই আর কাজ করে না!
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০১
একলা ফড়িং বলেছেন: বাহ! একেবারে সাথে সাথে!
২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
লেখোয়াড় বলেছেন:
হুমমমমমমমমম
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
একলা ফড়িং বলেছেন: হুমমমমমমমমম!
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
নতুন বলেছেন: পোস্ট পড়েই ..
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
একলা ফড়িং বলেছেন: কাজ হলো??
৪| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬
নতুন বলেছেন: ৯৬.১ এমবি >>>> কাউন্টিং..
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:০৭
একলা ফড়িং বলেছেন: ওরে খাইছে! এত্ত! সেঞ্চুরি করবেন নাকি!
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯
জেরিফ বলেছেন: হুম !
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:০৮
একলা ফড়িং বলেছেন: শুধু হুম!
৬| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: সময় কৈরা ট্রাই দিমুনে । ধইন্যা ও প্লাস লন
শুভেচ্ছা
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:১০
একলা ফড়িং বলেছেন: ট্রাই দিয়া সফল হৈলে খালি ধইন্যাপাতায় কাজ হবে না কিন্তুক!
প্লাসের জন্য আপ্নারেও ধইন্যা
৭| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
ভূতের কেচ্ছা বলেছেন: ১২mb
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
একলা ফড়িং বলেছেন: কমই আছে
৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮
মৃদুল শ্রাবন বলেছেন: টেকি পোষ্ট যে রকম রম্য আকারে লিখলেন পইড়া তো
পোষ্টে পিলাচ। তবে আমি ট্রাই করতে চাই না। দু পাঁচ বছর আগে কি করেছি না করেছি তা আর সামনে এনে ঝামেলাই পড়তে চাই না
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:২৬
একলা ফড়িং বলেছেন: টেকি আর রম্য! এই দুইটার কোনটা আমাকে দিয়ে সম্ভব বইলা ভাবি নাই কখনো!
ট্রাই করতে চান না ভালো কথা! কিন্তু দু পাঁচ বছর আগে কি করছিলেন যে সামনে আসলে ঝামেলায় পড়তে হইব!! ভাবী জানে?
৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
সুমন কর বলেছেন: সবচেয়ে কম ফেবু মনে হয়, অামিই ব্যবহার করি।
তবুও প্রিয়তে রাখলাম।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:২৯
একলা ফড়িং বলেছেন: ফেবু কমই ভালো! আমারও অ্যাক্টিভিটিস খুব কম, তবে উপস্থিত থাকি মোটামুটি নিয়মিতভাবে।
ধন্যবাদ সুমনদা
১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
আমিনুর রহমান বলেছেন:
জেনে রাখলাম ! আপাতত লাগতো না পরে কাজে লাগলেও লাগতে পারে।
টেকি ভাইয়ের টেকি বোন
টেকি পোষ্টে +
@মৃদুল স্ক্রিন শর্ট রাখলাম ভাবীকে দেখামু
অতীত ইনবক্স সামনে আসলে কি ঝামেলা !
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩২
একলা ফড়িং বলেছেন: টেকি ভাইয়ের টেকি বোন দেখতে হবে না কার বোন!
থ্যাঙ্কু!
কাহিনী তো আসলেও সামথিং ভেজাল! ভাবী আপনি কই?
১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:১৮
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পোস্টে বস্তা ভইরা পিলাস । বনলতা সেনের মত বলতে ইচ্ছা করছে " এতোদিন কোথায় ছিলেন " ।
কাল একবার ট্রাই করবো ।
কাজ না হলে ঠ্যালা বুঝবেন ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬
একলা ফড়িং বলেছেন: এতদিন আশেপাশেই ছিলাম! আপনার চোখ অন্য কোনদিকে ছিল তাই বলেন!
কাজ না হইলে আপনি ঠিক মত করতে পারেন নাই! আর হইলে আমার আমার বিকাশ নাম্বার দিমুনে!!
১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩০
নতুন বলেছেন: ১১১ এমবি... ধণ্যবাদ... ভাল জিনিস দেখাইলেন..
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭
একলা ফড়িং বলেছেন: ট্রিপল ওয়ান!
আপনাদের কাজে লাগলেই আমি খুশি
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
কাজেল পোস্ট তয় আগেই জানতাম
কিন্তু এইভাবে কাজ করবে বুঝতে পারি নাই
পোষ্টে পিলাচ+
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬
একলা ফড়িং বলেছেন: আগে জানলে পোস্টে ঢুকতে মানা!
পিলাচের জন্য ধইন্যা!
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪০
মাহমুদ০০৭ বলেছেন: এতদিন কুথায় ছিলেন
ভাল থাকবেন ভাই ।
পোস্ট প্রিয়তে ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯
একলা ফড়িং বলেছেন: আমি তো ছিলামই, আপনার নজর অন্য কোনদিকে ছিল
থ্যাঙ্কু
আপনিও ভালো থাকবেন!
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪
কয়েস সামী বলেছেন: ডিলিট করা মেসেজ ক্যামনে পামু??
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
একলা ফড়িং বলেছেন: একেবারে ডিলিট করে দিলে সেটা এই সিস্টেমে ডাউনলোড করা ডাটার মধ্যে থাকে কিনা বলতে পারছিনা, ট্রাই করে দেখতে পারেন।
তবে মেসেজের ইমেইল নোটিফিকেশন যদি অন করা থাকে তাহলে ইমেইলেই পাবেন। আরেকটা উপায় হলো, যার মেসেজ ডিলিট করেছেন সেও যদি ডিলিট না করে থাকে তবে সম্ভব হলে তার কাছ থেকে নেয়া!
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
সামথিং না বিশাল ভেজাল মৃদুল ছেলেটাকে আমি নজরে রেখেছি, একটু এদিক ওদিক করলেই ছাই দিয়া ধইরা ভাবীর হাতে সপর্দ করিয়া দেয়া হইবে
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
একলা ফড়িং বলেছেন: আরেক কাজ করো! স্ক্রিনশট দেখাইয়া ব্ল্যাকমেইল কইরা আগে কয়েকদিন ইচ্ছামতো খানাপিনাসহ আরও যত সুযোগ-সুবিধা আদায় করা যায় কইরা নেও
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
অপ্রকাশিত কাব্য বলেছেন: ট্রিপসটি কাজে লাগাচ্ছি
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
একলা ফড়িং বলেছেন: ট্রিটটা আমি কাজে লাগাব!
১৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬
ঝড়ের পাখি বলেছেন: ভালো জিনিস কাজে লাগবে
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
একলা ফড়িং বলেছেন: কাজে লাগাতেই পোস্টের সার্থকতা!
১৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
মামুন রশিদ বলেছেন: পোস্ট পইড়া মজা পাইছি । আমার চ্যাট হিস্ট্রি হালকা পাতলা, এগুলো খুঁজতে এত ভারী যন্ত্রপাতির প্রয়োজন নেই । তবু ভালো লাগলো
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
একলা ফড়িং বলেছেন: আমি এমনিতে কথা খুবই কম বলি, মিশিও কম মানুষের সাথে একমাত্র চ্যাটেই একটু কথাবার্তা বলি! একেবারে অচেনা থেকে অনেকে খুব কাছের মানুষ হয়ে গেছে
তাদের সাথে মোটামুটি রেগুলারই কথা হয়।
ধন্যবাদ মামুন ভাই ভালো থাকবেন
২০| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
ইছামতির তী্রে বলেছেন: খুব ভালো লাগলো। কাজের পোস্ট। আগামীতে কাজে লাগতে পারে।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
একলা ফড়িং বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমি খুশি। ধন্যবাদ ইছামতির তীরে, ভালো থাকবেন।
২১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালু জিনিস !
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু !
২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দরকারি বিষয় মজা করে লিখেছেন.... মজার পোস্টে সবসময়ই আমার পক্ষপাতিত্ত্ব ......
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
একলা ফড়িং বলেছেন: মজা করে লিখতে পেরেছি জেনে ভালো লাগছে, কারণ এমনিতে সবাই বলে আমি নাকি রসকষহীন টাইপ! যদিও আমার মনে হয় ভুল বলে!
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
ডি মুন বলেছেন: +++++++++++++
ধন্যবাদ, বিষয়টা জানানোর জন্য
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
একলা ফড়িং বলেছেন: এতো প্লাস!
আপনাকেও ধন্যবাদ
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
তুষার কাব্য বলেছেন: ট্রাই করুম কি না ভাবছি...
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
একলা ফড়িং বলেছেন: করে ফ্যালেন! করে আমাকে ইনবক্স করে দেন
২৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫
কলমের কালি শেষ বলেছেন: বিষয়টা জরুরী মনে হচ্ছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০
একলা ফড়িং বলেছেন: আসলেও কিন্তু জরুরী
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
লিরিকস বলেছেন: +++++
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: যদি আপনি কোন মেসেজ ডিলিট করেন ফেবু থেকে সেটা কিন্তু পাবেননা এই পদ্ধতিতে.............
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০
একলা ফড়িং বলেছেন: ওহ আচ্ছা! এটা ঠিক জানা ছিল না, সিওর ছিলাম না আর কি। জানানোর জন্য ধন্যবাদ
২৮| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: হুম!! কাজের পোস্ট। সোজা শোকেসে।
ভাল থাকুন। শুভেচ্ছা
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
একলা ফড়িং বলেছেন: শোকেসে!
থ্যাঙ্কু!
আপনিও ভালো থাকুন সবসময়
২৯| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
eita boLe deyar moto ekta post o, ajaira
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
একলা ফড়িং বলেছেন: হুহ! আমার পোস্ট আমি দিছি, যা ইচ্ছা তাই দিছি!
ঢুকতে কইছে কে আমার পোস্টে??
৩০| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কাজের জিনিস! ইয়ে মানে অবশ্য ইহা আগেই সম্পাদিত করিয়াছি!
তবে এই পরিসংখ্যান অর্জন খুবই প্যারা ময়!!! হারিয়ে যাওয়া বহুত কিছু আবার হঠাৎ করে সামনে চলে আসে!!!
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
একলা ফড়িং বলেছেন: হারিয়ে যাওয়া কি আবার সামনে চলে আসছিল হ্যাঁ?
ঘটনা কিন্তু সত্য! আমার তো একেবারে প্রথমদিকের কয়েকটা স্ট্যাটাস দেখে মনে হচ্ছিল 'কি আঁতেলটাই না ছিলাম তখন!!'
আর সেই সাথে সময়ের সাথে হারিয়ে যাওয়া, বদলে যাওয়া কিছু মানুষের টেক্সট!
৩১| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
chokher shamne abuLami hoite dekhLe protibadi mon chup kore thakte parena, reported
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৩
একলা ফড়িং বলেছেন: আমি কি পোস্ট নিয়া তোমার চোখের সামনে ঘুরাইছি নাকি! তুমিই তোমার চোখ সাথে নিয়া এইখানে আসছ হুহ!
সানগ্লাস পিন্দা বইসা থাক
৩২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনিই তো বলে দিলেন!
সময়ের সাথে হারিয়ে যাওয়া, বদলে যাওয়া কিছু মানুষের টেক্সট!
যাই হোক, ছবি আপলোডের সমস্যাটি নিয়ে আমাদের ব্লগ টিম কাজ করছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যাটি আর থাকবে না। শুভেচ্ছা রইল।
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৯
একলা ফড়িং বলেছেন: হুম! এই সমস্যাটার সমাধান হওয়া জরুরী! ছবি আপলোডের প্যাড়ার ভয়ে দু'তিনটা পোস্ট শুধু ভেবেই রেখে দিয়েছি!
ব্লগ টিম দ্রুত আর সফলভাবে কাজ শেষ করুক এই প্রত্যাশা করছি।
ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভেচ্ছা
৩৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
বাবাক বলেছেন: কমেন্ট লিখতে কিন্তু ভয় পাচ্ছি।
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
একলা ফড়িং বলেছেন: লিখেই তো ফেলছেন! নাকি অন্য কিছু বলার আছে? নির্ভয়ে বলেন
৩৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯
খাটাস বলেছেন: বাহ দারুন পোস্ট।
এটা জানতাম না। ++++++++
শুভেচ্ছা ভায়া।
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫১
একলা ফড়িং বলেছেন: এখন তো জানলেন! কাজে লাগিয়ে ফেলেন
প্লাসের জন্য থ্যাঙ্কস
আপনাকেও শুভেচ্ছা
৩৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: সুপার পোস্ট।
এক গুচ্ছ +
প্রিয়তে!
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১
একলা ফড়িং বলেছেন: সুপার পোস্ট!
অনেক ধন্যবাদ!!!
শুভকামনা আপনার জন্য
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
তারাবেষ্ট বলেছেন: সামু আপু আমাকে Certificate দিয়েছে আমার নাকি ১০০টা নিক নেম- অভিযোগ আপনার কাছে- যেহেতু ব্লগীং যারা শিখিয়ে ছিল আপনিও তাদের মাঝে একজন!
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৩
একলা ফড়িং বলেছেন: আপনি ঠিক কি বোঝাতে চাইলেন বুঝতে পারলাম না! আর আমি নিজেই ব্লগিং এখনো শিখে উঠতে পারিনি, আপনাকে শেখাব কি করে বলুন?
৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮
আমি তুমি আমরা বলেছেন: বাহ, নতুন জিনিস জানলাম। পোস্টের জন্য ধন্যবাদ
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৫
একলা ফড়িং বলেছেন: শুধু জানলে হবে না! কাজেও লাগাতে হবে!
প্রোপিকের পিচ্চিটা অনেক কিউট
৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩২
জাফরুল মবীন বলেছেন: যদিও অামার ফেসবুক ইন্টার্যাকশন খুব সীমিত তারপরেও পুরোনো কথা নতুন করে দেখতে অনেকসময় বেশ ভাল লাগে।
কাজের পোস্টে +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০
একলা ফড়িং বলেছেন: হুম সেটাই পুরনো কথা, ভুলে যাওয়া স্ট্যাটাসগুলো আবার নতুন করে সামনে এলে কেমন অন্যরকম লাগে!
ধন্যবাদ মবীন ভাই
৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
শায়মা বলেছেন: ফড়িং আপুনি!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮
একলা ফড়িং বলেছেন: শায়মাপুউউউউউউ!!!
সামুতে ভালোবাসার কোন ইমো নাই কেন!
৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
যোগী বলেছেন:
সময় এখন ফেসবুকের আর আপনি নিঃশ্চয় তার এক্সপার্ট। আপসোস ফেসবুক নাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
একলা ফড়িং বলেছেন: ধুর! নাহ! ফেবুতে তো যাওয়াই হয় না এখন আর তেমন :'( কতদিন পর গতকাল লগ ইন করলাম! স্ট্যাটাস দেই না কয়েকমাস হয়ে গেছে
ফেসবুক নাই কেন??
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
ইমিনা বলেছেন: অনেক দিন পর আমার ফড়িং আপুকে দেখলাম। নতুন কুনু পোস্ট নাই কেন?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
একলা ফড়িং বলেছেন: মাঝে বেশ কিছুদিন আসা হয়নি তবে এখন আসছি। নতুন পোস্ট দেই দিচ্ছি করেও দেয়া হচ্ছে না আলসেমি করে
জলদিই দিয়ে দেব আশা করি। অনেক ভালো থেক সুইট ইমিনাপু
৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
যোগী বলেছেন:
তেমন কিছু না। এক সময় সোসাল নেটওয়ার্কে অনেক মাতা-মাতি করে পরে আর ফেসবুকে আসা হয়নি।
বাট স্ট্যাটাস দেখতে মন চায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১
একলা ফড়িং বলেছেন: স্ট্যাটাস দেখতে মন চাইলে চলে আসুন আর কি! ফেসবুক মাঝে মাঝে বিরক্তিকর বা ফালতু মনে হলেও আসলে এখানে সবাইকে একসাথে পাওয়া যায়, কে কি করছে বা কেমন আছে জানা যায়, চাইলে দু'চারটা ব্যক্তিগত আলাপ সেরে নেয়া যায়। এই জন্যই থাকি কমবেশি।
৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনের নেওয়ার ক্যাপাসিটি কেমুন?
না মানে কয়েক ট্রাক পেলাচ দিমু তো।
বিপুল আনন্দ পাইছি পইড়া। জুকার মামা বাংলা বুঝলে দাঁতের পাটি সামলাইতে হিমশিম খাইতো।
ভালো থাকবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
একলা ফড়িং বলেছেন: হা হা!
আনন্দ পাইছেন জাইনা আমিও আনন্দিত হইলাম!
কিন্তু এইগুলা কি কইলেন! ক্যাপাসিটি যতই থাকুক না ক্যান! এই হরতাল অবরোধের মধ্যে ট্রাক!! সাহস তো কম না আপ্নের! টেরাক টুরাক পাঠাইয়া কাম নাই! শ্যাষে ট্রাকও যাইব প্লাসও যাইব!!
ধন্যবাদ রাজপুত্র, আপনিও ভালো থাকবেন
৪৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫
মোঃ ইসহাক খান বলেছেন: অনেকের হয়তো কাজে লাগবে। ভালো ও প্রয়োজনীয় কাজে লাগুক, এ আশা করি।
শুভেচ্ছা।
০৫ ই মে, ২০১৫ রাত ১:৪৬
একলা ফড়িং বলেছেন: অনেক দেরীতে উত্তর দিচ্ছি এজন্য দুঃখিত ব্লগে আসা হয়নি অনেকদিন। কেমন আছেন?
৪৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভুরুত
০৫ ই মে, ২০১৫ রাত ১:৪৭
একলা ফড়িং বলেছেন: যা ভাগ
৪৬| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুক পছন্দ হচ্ছে না আমার।
০৫ ই মে, ২০১৫ রাত ১:৫১
একলা ফড়িং বলেছেন: আমারও। এই জন্য আর যাইও না আগের মত। তবে প্রিয় কিছু মানুষ আছে, যাদের জন্য যেতেই হয় মাঝে মাঝে
দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
৪৭| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪
যোগী বলেছেন:
নতুন পোষ্ট নাই কেন?
০৫ ই মে, ২০১৫ রাত ১:৫৫
একলা ফড়িং বলেছেন: আমিই নাই নতুন পোস্ট কোত্থেকে আসবে!
দিলাম আজ একটা!! আর দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
৪৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩
অ্যামাটার বলেছেন: হাহা! কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম :-)
০৫ ই মে, ২০১৫ রাত ১:৫৮
একলা ফড়িং বলেছেন: হবেই! ফেসবুক বলে কথা!
অনেক ধন্যবাদ অ্যামাটার ভাল থাকবেন।
৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
শিপন মোল্লা বলেছেন: ইস কি কষ্টই না করচ্ছি সেই দিন কিছুবন্ধুর পুরানো টেক্সট দেখতে অনেক সময় নষ্ট করে থেমে গিয়েছিলাম যাই আশা করি কাজ হবে এইবার। ধন্যবাদ আপানাকে।
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
একলা ফড়িং বলেছেন: আশা করছি কাজ হয়েছিল!
আপনাকেও ধন্যবাদ।
দীর্ঘদিন সামুতে আসা হয়নি তাই উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দু:খিত। ভাল থাকবেন।
৫০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: প্রিয় লেখক
আমি আজ নিয়ে ৪ বার চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেইলে কোন মেসেজ আসে নাই। কিন্তু আমার খুবই ইচ্ছে বিষয়টার প্রতি ।
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
একলা ফড়িং বলেছেন: সবারই তো মনে হয় কাজ হয়েছে। আপনার কেন হবে না? একবারও কোন মেইল আসেনি? প্রসেসে কোথাও ভুল হচ্ছে না তো? ফেসবুকের মেইল এড্রেস চেঞ্জ করেছিলেন কি একবারো? করে থাকলে দুটো মেইলই চেক করে দেখবেন একবার। আমি তো এর বেশি কিছু বলতে পারছি না। আপনি বরং একটু গগুলিং করে দেখুন সমাধান পান কিনা।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭
নতুন বলেছেন: ২য় ইমেইলের জন্য অপেক্ষা করতেছি...