![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মেয়ে দুচোখে আকাশ ভরে রাখে, যার গায়ে এতো মেঘজামা তাকে তুমি কি রঙ শেখাবে? তাকে তুমি কি নদী বোঝাবে?
আমার অসংখ্য প্রেমিক! ছিল, আছে, থাকবে! একেকজন একেকরকম। সবাই সবার থেকে একেবারেই আলাদা। কেউ শান্ত, কেউ অশান্ত। কেউ মুখচোরা, কেউ সম্পূর্ণ বিপরীত। কেউ বড্ড সিগারেটখোর। কেউ খুব নীতিবান। আছে ভীষণ ব্যস্ত প্রেমিক। আছে বদলে যাওয়া প্রেমিক। কারো আবার অগুণতি প্রাক্তন এবং বর্তমান প্রেমিকা! কেউ আমার জন্য পাগল, আবার কেউ কেউ আছে যারা কোনদিন আমাকে পাত্তাই দিলো না!
এমনিতে অবশ্য এদের কথা আমার মাথায় থাকে না। কিন্তু মন খারাপের সময় একেকজনকে একেকদিন খুব মনে পড়ে! যেদিন যাকে মনে পড়ে, তাকে ভেবে লিখে ফেলি দু'একটা বিষণ্ণ লাইন। সেগুলোকে কবিতা বললে অত্যুক্তি করা হবে! লাইনগুলো আলোর মুখ দেখে না কখনোই। ফোনের নোটবুক অ্যাপসেই থেকে যায় চুপচাপ।
আজ হঠাৎ টুকরো টুকরো কিছু লাইন সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। পিসি না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগে আর আসা হয় না তেমন, পোস্টও দেয়া হয় না। কারণ ফোনের ইকটুখানি কিবোর্ডে টাইপিং, এডিটিং, কাট-পেস্ট খুব ঝামেলার! অথচ কিছুদিন ধরেই একটা কিছু পোস্ট করতে ইচ্ছে হচ্ছে। তাই শেষমেশ এই সহজ আর রেডিমেড পোস্টই ভরসা।
বিশেষ দ্রষ্টব্যঃ ১. দুয়েকটা কিঞ্চিত ১৮+
১. তোর কোন ভুল নেই, আমারও না। ঈশ্বর চাননি, তাই হলো না!
২. আসলে তোমার কোন ভুল নেই। আমারও না। আমাদের ব্যাকরণেই ভুল ছিল!
৩. দুঃখের ভাগ দিলে, আনন্দের ভাগ দিলে, শুধু জীবনের দিলে না!
৪. যে সবুজ বিন্দুর আশায় স্ক্রিনে তাকিয়ে পার করে ফেললাম ছাব্বিশ হাজার সাড়ে তিনশো ঘন্টা, সেটা আর কোনদিনই জ্বলেনি।
৫. এখনও অসময়ে প্রতিবার ভাইব্রেশনের সাথে চমকে উঠি! কাঙ্ক্ষিত ফোনটা আর কোনদিনই আসেনি।
৬. ঈশ্বরের কাছে প্রার্থনা, আর কোনদিন কোনভাবে কোথাওই যেন তোর মুখোমুখি দাঁড়াতে না হয়! নিজেকে সামলাবার মত এতটা সাহস বা শক্তি কোনটাই আমার নেই।
৭. তোর জন্য কোথাও কেউ একজন আজও দু'ফোটা চোখের জল সংবরণ করে, এ ও কী কম পাওয়া!
৮. বুকের ভিতর ভাঙ্গনের শব্দ
টের পাও?
কান পাতো, দেখো অবিরাম জোনাক জ্বলে।
৯. একদিন তোমার প্রাক্তন প্রেমিকা হয়ে যাব। তখন আমাকে নিয়ে হবে কতো কাব্য, কবিতা, ছবি! কত বিষাদগাঁথা!
১০. ভুল সময়ে একজন ভুল মানুষের সাথে দেখা করিয়ে দেয়ার দায়ে ঈশ্বর নামক ব্যক্তিটি আজীবন দায়ী থাকবেন।
১১. আমি তোমার কাছে পৌঁছুতে পারিনা। মাঝখানে দেয়াল হয়ে থাকে তোমার অন্যান্য প্রেমিকারা!
১২. নিকোটিনের বিষে কালচে হয়ে যাওয়া ফুসফুসের নিশ্বাস আমাকে দিও না।
১৩. ধুম্রশলাকার চুম্বনের আবেদনকে যেদিন অনায়াসে অস্বীকার করতে পারবে সেদিন আমার ঠোঁটের দাবী জানাতে এসো!
১৪. আমৃত্যু তৃষ্ণার্ত রয়ে যাব তবু যে ঠোঁটে সিগারেটের অবাধ অধিকার, সেখানে ঠোঁট ছোঁয়াব না!
১৫. তুমি বরং ফিরেই যাও। যদি কোথাও যাবার থাকে!
১৬. একদিন দেখা হবে। ভাঙা কোন কফির কাপে। আমাদের পুরনো ছাদে।
১৭. তোমার দেয়া খুঁটিনাটি কষ্টগুলো যত্ন করে রাখা আছে। একদিন সময় হলে দেখতে এসো।
১৮. ব্যস্ত মানুষ ব্যবসায়ী হয়। প্রেমিক নয়।
১৯. আমার কিছু কথা ছিল। তোমায় বলার, কেবল তোমায় বলার, শুধু তোমার কোনদিন সময় হলো না শোনার!
২০. এ জন্মে প্রেমিকা ছিলাম। আর জন্মে তোমার ব্যস্ততা হয়ে জন্মাব!
২১. বৃষ্টিই যদি দেবে রোদ্দুর কেন দেখালে?
২২. কে বলেছে ভালোবাসা পুরনো হয় না? দিব্যি হয়। পুরনো থেকে জরাজীর্ণ হতে হতে ঘুণে খেয়ে ফোঁপরা করে দেয় কত ভালবাসা! প্রেমিকেরা সে খবর রাখেনা।
২৩. তোমার কবিতার খাতায় আমি আর থাকি না!
২৪. নয়ন তোমারে পায় না দেখিতে, নয়নের কী বা দোষ?
২৫. আমার আবেগের সাথে দৌড়ে পাল্লা দিয়ে পারবে, ততোটা সাধ্য তোমার নেই বালক। তুমি বরং তোমার বিবেক হাতড়াও!
২৬. তুমি তবু চুপ করেই রইলে! সব জেনে, সব বুঝেও!
২৭. তুমিও অন্য সবার মতই। তোমারও গাড়ি চাই। বাড়ি চাই। মেদহীন কোমরের নারী চাই। খ্যাতি চাই। ক্ষমতা চাই। তবে মিথ্যে কেন বলেছিলে দু বেলা অন্ন বস্ত্রের জোগান, প্রবল জ্বরে উষ্ণতার ভাগ নেবার মত উদ্বিগ্ন একটা হাত, একসাথে হেঁটে যাবার মত অফুরন্ত পথ, দোচালা টিনের ছাদের উপর ঝমঝম বৃষ্টি আর কৃষ্ণপক্ষের রাতে বসে গোণার মত আকাশভরা তারার উঠোন থাকলেই তোমার দিব্যি চলে যাবে?
২৮. আমি যাকে ভালবেসেছিলাম, সে তুমি নও। অন্য কেউ।
২৯. তুমি তবে ছিলে ক্ষণিকের অতিথি!
৩০. কবি তুমি মিথ্যে বলেছিলে..
৩১. আণবিক দূরত্বে থেকেও কত যোজন যোজন দূরে আমরা!
৩২. কতকাল ভালবাসোনি, তৃষ্ণায় পুড়ে গেল কত অতলান্তিক সাগর!
৩৩. একজন তোমাকে চাই। যে তোমাকে চাইলেই ছুঁয়ে দেয়া যায়!
৩৪. আমি তোমাকে বয়ে যেতে দেখি। ক্ষয়ে যেতেও!
৩৫. আমি তোমাকে বদলে যেতে দেখি। সাথে আমাকেও!
৩৬. তোমার ভালোবাসার একচ্ছত্র অধিপতি আমি নই!
৩৭. একদিন আমি আর থাকব না। অথচ আজ চাইলেই আমাকে রেখে দিতে পারতে!
আপাতত এ পর্যন্তই!
বিশেষ দ্রষ্টব্যঃ ২. এরা সবাই আমার কাল্পনিক প্রেমিক!!!
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪০
একলা ফড়িং বলেছেন: এত সুন্দর একটা শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী! এই মুহূর্তে এর চেয়ে ভালো কামনা আমার জন্য সত্যিই আর হয় না!
২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বুজলাম লাইন, তয় এগুলো বাণী নাকি সংলাপ?
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
একলা ফড়িং বলেছেন: এইগুলা আসলে অপ্রকাশিত ফেসবুক স্ট্যাটাস!
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমিও আপনার প্রেমিক হতে চাই। তাহলে একদিন ফেসবুক স্ট্যাটাসের উপলক্ষ হব।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩
একলা ফড়িং বলেছেন: আহেম!
আপনিও কোথাও কারো ফেসবুক স্ট্যাটাসের উপলক্ষ হয়ে আছেন কিনা কে বলতে পারে!
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫
একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
শুভকামনা
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক গভীর..গভীরে দাগ কাটে!
শুভ কামনা রইল!!
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮
একলা ফড়িং বলেছেন: এত সুন্দর করে বলে মনে ভালো করে দিলেন! অনেক ধন্যবাদ!
আপনার জন্যও শুভকামনা
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫১
সুমন কর বলেছেন: আপনার অপ্রকাশিত ফেসবুক স্ট্যাটাস সমূহ মোটামুটি লাগল।
কেমন আছেন?
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ সুমনদা।
আছি ভালো মন্দ মিলেই। আপনি ভালো আছেন?
৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৫
জেন রসি বলেছেন:
রোমান্টিক! ডোজ কিছুটা কড়া। কিছু দোষ ইশ্বরের। কিছু সিগারেটের। বাকি সব কল্পনার। যাইহোক লাইনগুলো দিয়ে কবিতা লিখে ফেলতে পারেন।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২১
একলা ফড়িং বলেছেন: দোষ আসলে সবই কল্পনার! একটু কম কল্পনাপ্রবন হলে ভালো হত! আর কবিতা লেখা বড় দুঃসাহসিক কাজ। আমাকে দিয়ে হবে না!
ধন্যবাদ জেন রসি। ভালো থাকবেন
৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫১
কানিজ রিনা বলেছেন: আবেগ সাঁকোয় কতজন পারাপার করল
কিন্তু একজন ছারা ঝুপড়ি ঘরে কেউ কাটায়
নাই। একজনের তরেই ৩৭ লাইন প্রকাশ হোল।
কারন প্রেম তো একটাই। কতজন এল গেল
জীবন একটাই ডুব সাঁতারে একটি সুর্যই
দেখতে পাই। ধন্যবাদ।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭
একলা ফড়িং বলেছেন: ঝুপড়ি ঘর একজনেরই থাকুক। আর সূর্যও একটাই হোক। বেশি হলেই বিপদ! আচ্ছা, প্রেম কি একটার বেশি হয় না?
ভালো থাকবেন কানিজ রিনা। ধন্যবাদ
৯| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি ১৩ ,১৪ পড়ি নাই!!!!
নিজের অধিকার না হোক, মিনিমাম স্বপ্নটুকু কে হারাতে চায় ????? হা হা হা
গভীর অনুভবের সুমুদ্দুর থেকে তুলে আনা আবেগে রকমারী প্রকাশ
++++
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
একলা ফড়িং বলেছেন: ১৩, ১৪ আমি লিখিও নাই। ওগুলা প্রিন্টিং মিসিটেক
আপনি মনে হচ্ছে বিড়িখোর
আবেগ একটু বেশিই। আরেকটু কম হওয়া দরকার ছিল!
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। ভালো থাকবেন!
১০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: কেমন আছেন? বেশ কিছুদিন পরে পোস্ট দিলেন। কারণটা জানতে পারলাম।
বিশেষ দ্রষ্টব্যঃ ২. এরা সবাই আমার কাল্পনিক প্রেমিক!!!
................ এই কথাটি বলার দরকার ছিল না।
তবে আমি পড়ে খানিকটা বিস্মিত!
০১ থেকে ৩৭ পর্যন্ত, এগুলো যদি আপনার মাথা থেকে বের হয় তো বলতে হয় আপনি অনেক মেধার অধিকারী।
হাজার বছর ধরে প্রেম বিষয়ক দর্শন মানুষকে সমৃদ্ধ করেছে, আপনিও অনেক সমৃদ্ধ।
কয়েকটি আসলেই দার্শনিক।
অনেক সমৃদ্ধ হলাম আমিও।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২
একলা ফড়িং বলেছেন: ভালো মন্দ মিলেই আছি। আপনি ভালো আছেন তো?
বললাম, কারণ কেউ যদি ভেবে থাকে সত্যিই আমার এত প্রেমিক আছে তাহলে তো চরিত্র নিয়ে টানাটানি পড়ে যাবে!
শুধুমাত্র প্রেম নামক বিষয়টি না থাকলে মানুষের জীবনযাপন অনেক কঠিন হয়ে যেত সম্ভবত। সবাই-ই কোন না কোন প্রেম নিয়েই বেঁচে থাকে। ঈশ্বরের প্রতি প্রেম, কাছের বা প্রিয় মানুষদের জন্য প্রেম, বইয়ের সাথে প্রেম, সুরের সাথে প্রেম.. কত নানা রকমের প্রেম হয়!
আপনার প্রশংসায় মুগ্ধ হলাম!
অনেক ধন্যবাদ
১১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, কিছু মনে না করলে আপনার ল্যাপটপ কেনার ব্যাপারে আমি আপনার পাশে থাকতে পারি...............
অনুমতি দিতে পারেন।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩
একলা ফড়িং বলেছেন: আসলে ল্যাপটপ আর ফোন, দুটোর ক্ষেত্রেই ভেবে রেখেছি এরপর নিজের টাকায় কিনব। বাসায় আব্বু-আম্মুকে আর ঝামেলা দিতে চাচ্ছিলাম না। এই জন্যই আটকে আছি। জব একটা ছোটখাট জুটেছিল কিন্তু কিছু সমস্যার কারণে ছেড়ে দিতে হলো। পরবর্তী জবের চেষ্টায় আছি। দেখা যাক।
কৃতজ্ঞতা জানবেন, পাশে থাকতে চেয়েছেন বলে।
আপনি কি কোনভাবে ল্যাপটপের বিজনেসের সাথে জড়িত আছেন?
১২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ একলা।
নাহ, আমি ব্যবসার সাথে জড়িত নই, আপনি বলেছেন ব্লগিং করার প্রবল ইচ্ছা থাকা সত্বেও কম্পিউটারের অভাবে ব্লগিং করতে পারছেন না, তাই সহব্লগার হিসেবে আপনার পাশে থাকতে চেয়েছি। এব্যাপারে, আমি যেকোনভাবে আপনাকে সহায়তা করতে প্রস্তুত আছি।
সময় হলে অবশ্যই আমাকে জানাবেন আশারাখি।
শুভকামনা রইল।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
একলা ফড়িং বলেছেন: বাড়িতে অবশ্য ল্যাপটপ আছে, ছোটবোনের, কিন্ত আমি আজকাল বাড়িতেই থাকছি না বলে সমস্যা। আশা করি সমাধান একটা হয়ে যাবে দ্রুত।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
মোস্তফা সোহেল বলেছেন: এখনও অসময়ে প্রতিবার ভাইব্রেশনের সাথে চমকে উঠি! কাঙ্ক্ষিত ফোনটা আর কোনদিনই আসেনি।
কেন জানি কাঙ্ক্ষিত ফোনটা কখনই আসেনা। তাই কারও ফোনের অপেক্ষায় না থাকায় ভাল।
প্রায় সব গুলোই অনেক ভাল লেগেছে।
এ সব লাইন থেকে একেকটি কবিতা লিখতে পারেন। চেষ্টা করলে হয়তো হবে।
ভাল থাকুন।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৫
একলা ফড়িং বলেছেন: সেটাই.. কতশত ফোনই আসে কিন্তু কাঙ্ক্ষিত ফোনটাই কোনদিন আসে না!
ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর কবিতা? লিখতে পারলে ভালোই হত। কিন্তু কবিতা লেখার সাহস হয় না।
ধন্যবাদ মোস্তফা সোহেল। আপনিও ভালো থাকবেন
১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১
সনেট কবি বলেছেন: সুন্দর+
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৭
একলা ফড়িং বলেছেন: সনেট কবিতা একসময় বেশ অপছন্দ ছিল! স্কুলবেলায়। মনে হত এ আবার কেমন কবিতা!
ধন্যবাদ, ভালো থাকবেন।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: একলা ফড়িং ,
হাযার মানুষের ভীড়ে ক্ষনিকের জন্যে কাউকে মনে করে কয়েকটি লাইন লেখা , সে লাইনগুলোর আবার আলোর মুখ না দেখা ; এইসব মনবদলের পালা নিয়ে লেখাটিতে আজকের একটি অস্থির মনের দেখা মিললো । একলা একটা ফড়িংয়ের উড়ে যাওয়া এখান থেকে সেখানে ।
লিখে প্রকাশ করার অপারগতার কথা শুনে সমবেদনা জানাচ্ছি । দুঃসময় কেটে যাক এই প্রত্যাশা রইলো - অচিরেই যেন একটা ফড়িং উড়ে এসে বসতে পারে ব্লগের এই ডালে !
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০
একলা ফড়িং বলেছেন: আমি বরাবরই শান্ত ফড়িং! ওড়াউড়ি খুব বেশি করিনা এমনিতেও। তবে মনটা ওড়াউড়ি করেই!
আমিও ব্লগের ডালে নিয়মিত এসে বসতে চাই। দেখা যাক!
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
১৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ওয়ালটন কিস্তিতে ল্যাপটপ দেয়, খোঁজ নিয়ে দেখতে পারেন। এছাড়া সিঙ্গার শোরূমেও সম্ভবত পাওয়া যায় তিন মাসের কিস্তিতে ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
একলা ফড়িং বলেছেন: বাবা-মা'কে ঝামেলা দিতে চাচ্ছি না আর। জব হোক একটা, কিনে ফেলব তখন।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: চুপচাপ আমার বাড়িতে খালি হাতে বেড়িয়ে এলেন!! আমি কিন্তু আমার ব্লগজীবনের প্র্রথমদের এখন তেমন আর পাই না।।
ভাল থাকুন, সর্বদা।।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৫
একলা ফড়িং বলেছেন: প্রথমপাতায় অনলাইনে থাকা ব্লগারদের নামের লিস্টে আমার নামের নিচে সবসময় আপনাকেই দেখি! সেই শুরু থেকে! এজন্য একটু বেশি আপন আপন লাগে!
যাব আবার আপনার বাড়িতে।
ভালো থাকবেন আপনিও।
১৮| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি ভালো লাগলো। কাকে যে পচাইললেন আর কাকে যে ভালোবাসেন কিছু বুঝলাম না।
ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯
একলা ফড়িং বলেছেন: না বুঝলে তাইলেই আমি সার্থক
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন
১৯| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬
এডওয়ার্ড মায়া বলেছেন: দীর্ঘ বিরতিতে ফিরে আসলেন ??
সামুর ভালবাসা আপনার কাল্পনিক প্রেমিকদের চেয়েও অনেক স্ট্রং
সামুর প্রতি ভালবাসা এখনো দোলা দেয় ।
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫
একলা ফড়িং বলেছেন: আহা আগে বলবেন না! তাহলে তো সামুকে নিয়েও দু'চার লাইন লিখে ফেলতাম!
সামুর এই নীল সাদা প্লাটফর্মের জন্য ভালোবাসা তো আছেই। অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, কেউ কেউ অনেক কাছের মানুষও হয়ে গেছে! সুতরাং ভালবাসা দোলা না দিয়ে যাবে কই!
২০| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখাটি মন ছুঁয়ে গেল। আবার ফিরে আসেন।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১২
একলা ফড়িং বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ফিরে আসতেই চাই। হয়ে ওঠে না।
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
২১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০
তেলাপোকা রোমেন বলেছেন: মাথার উপর দিয়া গ্যাসে। তর্জমা হপে?
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
একলা ফড়িং বলেছেন: দুঃখিত, তর্জমা সবার জন্য না
আপনে এত খাটো জানতাম না তো! একটা টুল নিয়া বা আপনাগো ছাদে উইঠ্যা ধরার টেরাই কইরা দেখেন
২২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
শ্রোডিঙ্গার বলেছেন: হাহাহা দারুণ মজা।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
একলা ফড়িং বলেছেন:
ধন্যবাদ শ্রোডিঙ্গার। দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
একলা ফড়িং বলেছেন: ঈদের শুভেচ্ছা অনেক দেরিতে পেলাম
এবং দেরির জন্য দুঃখিত। ভালো থাকবেন।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
২০১৭ সালের পর আর কোনো পোস্ট নাই।
পারলে ব্লগে আসুন।
নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ১টা কম্প্যুটার কেনার মতো টাকা জমুক, এই কামনা করছি।