নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

করোনার এ অবস্থাতে আপনার প্রস্তুতি কেমন হবে, সাজেশন সবার জন্য

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৩৩


বর্তমানের ৩টি ফ্যাক্ট সবাইকে মাথাতে রাখতে হবে:
1) ব্যাংক জব প্রত্যাশীদের শনির দশা শুরু হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সকল নিয়োগ বন্ধ থাকতে পারে;
2) সরকারী চাকুরিতেও আগামী ২বছর খুব কম লোক রিক্রট হবে। সরকারীর চাকুরির সার্কুলেশন অনেক কমে যাবে।
3) বেসরকারী কোম্পানীগুলো ইতিমধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো ব্যাপকভাবে লোক ছাটাই চালাচ্ছে।
তার মানে আগে যারা বেকার তাদের নতুন চাকুরির সুযোগ অনেক কম এবং সেই সাথে নতুন বেকার সংখ্যা বাড়বে

অর্থনৈতিকভাবে ৩টি ধাক্কা সবার জন্য অপেক্ষা করছে:
1) পরিবারের অর্থনৈতিকভাবে সক্ষমব্যক্তিরা বেকার হয়ে পড়ছে মানে পরিবারের আয় কমে যাবে, কিংবা বন্ধ হয়ে যাবে।
2) বাসা ভাড়া (যারা ভাড়া থাকেন) দিয়ে থাকার সক্ষমতা হারাবে। খাবার কিনার টাকাও অনেকের হাতে থাকবেনা। অনেককেই শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে।
3) অনেকেরই কেনার সক্ষমতা কমে যাওয়ার কারনে সবক্ষেত্রেই কেনাবেচা অনেক যাবে।
ঘটনাগুলো ইতিমধ্যে ঘটা শুরু হয়ে গেছে। কিন্তু এখনও সেটার তীব্রতা কেউ ধারণা করতে পারছিনা। কোরবানী আসার আগেই অনেককে পথে বসে যেতে হবে।
আসন্ন অর্থনৈতিক বিপযয় মোকাবেলাতে করনীয় ৩টি কাজ:
1) অর্থনৈতিক চাকা থেমে গেলে ভয়াবহ অর্থনীতিক বিপযয় নেমে আসবে। তাই প্রত্যেক ব্যক্তি ১০০-২০০ টাকা ইনকাম করার মত কাযক্রম হলেও সেটি শুরু করে অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে।
2) দেশীয় প্রোডাক্ট নিয়ে ক্ষুদ্রভাবে গড়ে উঠা ইকমার্স বিজনেসগুলোই আসন্ন অর্থনৈতিক বিপযয় সামাল দিতে বিশাল সহায়ক হবে। আবারও বলছি দেশীয় প্রোডাক্ট। দেশীয় প্রোডাক্ট, দেশীয় খাবার, দেশীয় সব কিছু।
3) সবাইকে অল্টারনেটিভ কয়েকটি ইনকাম সোর্সের ব্যবস্থা রাখতে হবে। মানে প্লান-বি, প্লান-সি এরকম। না হলে বিপযয় মোকাবেলা করতে পারবেন না।
ব্যক্তিগত ৩টি প্রস্তুতি আজ থেকেই:
1) সবকিছুই আইটি বেইসড হবে সামনের দিনগুলো। তাই ঘুম কমিয়ে এবং ইউটিউব ফেসবুকে সময় নষ্ট না করে আইটি দক্ষতা বৃদ্ধিতে প্রচুর সময় দিন। প্লান মাফিক দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা সাজিয়ে ফেলুন একদিনের মধ্যে।
2) নেটওয়ার্কিং বৃদ্ধি করুন। প্রচুর মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করুন। তাহলে যে কেউ বিপদে কোন না কোনভাবে আপনার জন্য কাজে আসবে।
3) পারসোনাল ব্রান্ডিং করুন বা পারসোনাল পরিচিতি বৃদ্ধি করুন। অনেক বেশি কাজে লাগবে। এ কাজের জন্য বিভিন্ন গ্রপগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্টের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলুন। এটা এখন অনেক বেশি কাজে লাগবে।
শেয়ার করে সবাইকে বিষয়গুলো নিয়ে সচেতন করে তোলার দায়িত্ব সবার।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


৩) নং (সর্বশেষ লাইন):

পার্সোনাল ব্রান্ডিং'টা কি জিনিষ?

২| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি চাকুরী করেন, নাকি ব্যবসা করেন, নাকি কিছুই করেন না?

২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫৬

মোঃ ইকরাম বলেছেন: চাকুরি করি।

৩| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫৪

রাফা বলেছেন: ভালো উপদেশমুলক পোষ্ট । সক্ষমতা থাকলে চাকুরির পেছনে সময় নষ্ট না করে নিজেই উদ্যোগ নিয়ে কিছু করা উচিত। প্রয়োজনে অনেকে একসাথেও কিছু করা যেতে পারে। মূল কথা হোচ্ছে একেবারে বসে থাকার চাইতে অতি ক্ষুদ্র প্রচেষ্টাও ভালো।
এতে সামগ্রিক অর্থব্যাবস্থাও সচল থাকে।

ধন্যবাদ, ইকরাম।

৪| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:০৫

পদ্মপুকুর বলেছেন: আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সকল ব্যাংকের নিয়োগ বন্ধ না, এখন পর্যন্ত মাত্র চারটি ব্যাংক এই ঘোষণা দিয়েছে। প্রায় ১০টি ব্যাংক বলেছে তারা বিএবি'র এই সুপারিশ গ্রহণ করবে না। বাকিরাও ইতিবাচক আছে।

তবে অবস্থা খারাপের দিকে যাবে এটা সত্যি। সুন্দর পরামর্শমুলক পোস্টের জন্য ধন্যবাদ।

৫| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:০৭

নৃ মাসুদ রানা বলেছেন: দুঃখজনক

৬| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রয়োজন মানুষকে অনেক কিছু শিক্ষা দিবে।প্রস্তুতি থাকা ভাল।

৭| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণপরামর্শমুলক পোস্ট I

৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


১ নং মন্তব্য:

আপনি পার্সোন্যাল ব্রান্ডিংটা ব্যাখ্যা করেন।

৯| ২৮ শে জুন, ২০২০ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনার চাকুরী কি ধরণের: সার্ভিস, টেকনিক্যাল, ইন্জিনিয়ারিং, কম্প্যুটিং, ম্যানেজমেন্ট ...? করোনার ফলে আপনার চাকুরী চলে যাবার সম্ভাবনা আছে?

১০| ২৮ শে জুন, ২০২০ ভোর ৬:৪৫

ইসিয়াক বলেছেন:

পোস্টে ভালো লাগা।
শুভসকাল

১১| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:০৪

লেখাজোকা শামীম বলেছেন: চমৎকার লেখা। ভালো লাগল পরামর্শগুলো

১২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: চাকরীটা মন দিয়ে করুন। যেন চাকরীটা বিনা নোটিশে না চলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.