নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

সামনে কি আবারও পড়তে হবে এরকম সংবাদ?

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:০৪


--------------------------------------------------------------
সংবাদ শিরোনাম: ‘ইউনি পে টু ইউ’ কোম্পানির প্রতারণার ফলে লাখ লাখ গ্রাহক নিঃস্ব হয়েছেন
----------------------------------------------------------------

ইউনি পে টু ইউ বিভিন্ন প্রসপেক্টাস এবং প্রজেক্টরের মাধ্যমে সোনার বিস্কিট (১০ গ্রাম করে) দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। উত্তর আফ্রিকা থেকে কাঁচা সোনা এনে এর সঙ্গে ক্ষার মিশ্রিত করে এ সোনাকে ২২ ক্যারেট থেকে ২৪ ক্যারেটে রুপান্তর করে প্রতিমাসেই অর্থকে দ্বিগুন করা সম্ভব বলে জানায়।

যা তারা প্রতিমাসেই দ্বিগুন করতে পারেন তা সাধারণ গ্রাহকদের দিচ্ছেন ১০ মাসে। এ ধরনের প্রলোভনকে বিশ্বাস করেই তিনি বিনিয়োগ করেছিলেন। এ প্রলোভনে আকৃষ্ট হয়ে তিনি ছাড়াও শত শত গ্রাহক বিনিয়োগ করেন। তিনি জানান, তিনি এখন সর্বশান্ত হয়ে গেছেন। তার মত অনেকেই এখন সর্বশান্ত হয়ে এ প্রতারকদের বিচার দাবি করছেন।
----------------------------------------------------------------------------
সংবাদ শিরোনাম: ডোল্যান্সার এমডির বাসা তিন দিন ধরে ঘেরাও
-----------------------------------------------------------------------------

রাজধানী কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর মহল্লার দুলাল শেখের স্ত্রী আখি নভেম্বরে প্রতিবেশী এক যুবকের পরামর্শে ৭,৫০০টাকার একটি আইডি কিনে ডুল্যান্সারের সদস্য হন। ক্লিকের মাধ্যমে প্রতি মাসে হাজার ডলার উপার্জনের কথা শুনে দেড় শতাধিক আইডি কিনেন সাড়ে ৩ লাখ টাকায়। এবং ইনভেস্টর সদস্য হন ৫লাখ টাকায়। প্রথম দুই মাসে পান ১ লাখ টাকা। কিন্তু পরের ৭ মাস এক টাকাও পাননি। ডুল্যান্সার এমডি পালিয়ে গেছেন শুনে আখি গত শনিবার বিকাল থেকে দ: পীরেরবাগ বাসার সামনে রাস্তাতে বসে আছেন। সাংবাদিক দেখে আখি কাদতে কাদতে বলেন, “ভাইরে, ডোল্যান্সার আমার সংসারে আগুন জ্বালাইয়া দিছে। সংসার ভাঙ্গার দশা হইছে। স্বামীর ব্যবসার কিছু টাকা আর আমার সকল স্বর্ণ গয়না বিক্রি করে এখানে টাকা জমা দিছিলাম, এখন আমার সব গেলো। খবর শুনে স্বামী আমাকে ঘরে থেকে বের করে দিছে।”
পুরানো দুটি সংবাদের টুকরো অংশ তুলে ধরলাম। অস্বাভাবিক ইনকাম, অস্বাভাবিক লাভের লোভে পড়ে আমরা বার বার মিডিয়াকে এ ধরনের সংবাদগুলো প্রচারের সুযোগ করে দেই।
সামনে কি আবারও পড়তে হবে এরকম সংবাদ? মানুষ কি কোন শিক্ষা নিবেনা?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:২২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পড়া লাগবে ভাই।প্রতারকরা যুগে যুগে রূপ বদলে ফিরে আসে।আর লোভীরা তাদের অর্থের যোগান দেয়।

২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫৬

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরাও আজকাল ডিজিটাল হয়ে যাচ্ছে।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অতি লোভে তাতী নষ্ট প্রবাদ টাতো বাংলারই!

তবু্ও মানুষ হারায় হুশ
লোভে পড়ে হয় নি:স্ব!
দু:খজনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.