![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ, মাথাব্যাথা, ফ্যামিলি ইস্যু, কারেন্ট না থাকা, ইন্টারনেট না থাকা, বুয়া সাজেক ট্যুরে, কিংবা রাস্তার পাশে কুকুরের ঘেউ ঘেউ করার মতো সব সমস্যাই আমাদের লাইফে যেমন আছে, সফল যারা হয়েছে তাদের লাইফেও আছে। পার্থক্যটা হচ্ছে:: আমরা সমস্যাকে পুঁজি করে অজুহাত হিসেবে কাজ টা না করে পার পেতে চাই। আর ওরা যত দ্রুত সম্ভব এডজাস্ট করে কাজটা ফিনিশ করার রাস্তা বের করে ঠিকই কাজটা ফিনিশ করে ফেলে।
সারাজীবন অন্যের সাকসেস স্টোরি সেলিব্রেট করে নিজের পেট ভরবেনা। নিজের এচিভমেন্টকে সেলিব্রেট করার পরিকল্পনা নিয়ে থাকলে মাত্র ৬ মাসের জন্য ক্রেজি লেভেলের পরিশ্রম করার নিয়ত করতে হবে। যারা ক্রেজি লেভেলের পরিশ্রম করে নিজেকে নিয়ে সেলিব্রেট করতে আগ্রহী, তারা ছাড়া বাকিদের লিখাটা পড়ার মত পরিশ্রম করার দরকার নাই।
সারাজীবন, ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া পসিবল না। তবে মাত্র ৬ মাসের জন্য ক্রেজি হতে না পারলে এক বয়সে আপনাকে অন্যের কানে পরিবারের অর্থনৈতিক দৈনতার গল্প শুনিয়ে সমবেদনা আদায় করেই চলতে হবে।
মনে রাখবে: একটা ভার্সিটি লাইফের ডিগ্রি থেকে পাওয়া নলেজ/স্কিল দিয়ে একটা জীবন পার করতে পারবে না। তোমার বাপ-চাচারা পারলেও তুমি পারবে না।
.যুগের সাথে সাথে :হয় তুমি গ্রো করবে, না হয় অকেজো হয়ে খাটের তলায় পড়ে থাকবে। ধুলা খাবে।
শিখার জন্য ফ্রি গিফট
যাই হোক যদি কিছু শিখতে চাও, তাহলে ফেসবুক মার্কেটিং এর জন্য খুব জরুরী কনটেন্ট লিখা। সেটা শিখে নিতে পারো, আমার এই ইবুক থেকে।
একটা কনটেন্ট কিভাবে লিখলে সেটা সবচাইতে বেশি রেজাল্ট আনবে, সেটা নিয়ে খুব এক্সক্লসিভ এই ইবুক তৈরি করা হয়েছে।
এক্সক্লসিভ এ গিফট পেতে নিচের স্টেপগুলো অনুসরণ করুন:
১) নিচের লিংকটি পূরন করে আপনার তথ্য দিন:
ইবুক ডাউনলোড লিংক
২) ফরমটি সাবমিট করলেই পরের স্টেপে আপনাকে কনফার্মেশন দেওয়া হবে। সেই কনফার্মেশন পেইজেই পেয়ে যাবেন কাংখিত ইবুকটির ডাউনলোড লিংক।
৩) কনফার্মেশন পেইজে পাওয়া ডাউনলোড লিংকটি ক্লিক করে ডাউনলোড করে নিন ইবুকটি।
**** ইবুক টি পড়া শেষ করে কেমন লাগলো, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
২| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
এইযেদুনিয়া বলেছেন: এখন আমার আর মোটিভেশন দরকার নেই। চললে এমনি এমনিই চলি। নাহলে চলি না, সময় নষ্ট করি।
৩| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ৮:০৫
দারাশিকো বলেছেন: বেচতে জানলে অন্যের সাকসেস স্টেরি সেলিব্রেট করেও পেট ভরানো যাবে। মোটিভেশনাল স্পিকারদের কথাই ভাবুন। নিজের স্টোরি নাই বললেই চলে - অন্যের স্টোরি বেচে পেট ভরায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে।
মানুষ স্বার্থপর।